সম্প্রতি Apple iPhone 15- এর বহু প্রতীক্ষিত সিরিজের চারটি ফোন বাজারে এসেছে । এগুলি হল আইফোন ১৫ , আইফোন ১৫ প্রো প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। এই সিরিজের সবচেয়ে হাই-এন্ড স্মার্টফোন হল আইফোন 15 প্রো ম্যাক্স। আজকের ব্লগে আমরা আইফোন ১৫ সিরিজের সকল ফোন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং iPhone 15 Pro Max এর কম্পিলিট রিভিউ করবো।
এই মডেলটি নিয়ে আমরা বেশি আগ্রহ দেখাচ্ছি কারন আইফোন ১৫ প্রো ম্যাক্স-এ রয়েছে একটি ৬.৭০-ইঞ্চি OLED ডিসপ্লে (২৭৯৬ x ১২৯০ পিক্সেল)। কোম্পানির দাবি এই স্মার্টফোনে A17 bionicc প্রসেসর পাওয়া যাবে, যা আগের প্রসেসরের থেকে ১০ গুণ বেশি শক্তিশালী হবে। স্মার্টফোনের গতি বাড়ানোর পাশাপাশি নিউরাল ইঞ্জিন এবং মেশিন লার্নিংয়ের সুবিধাও পাওয়া যাবে এই ৩ ন্যানোমিটার প্রসেসরে। অবাক হওয়া কিছু নেই এই ফোটির আরো অনেক চমক রয়েছে একে একে আপনারা সব জানতে পারবেন এই ব্লগ থেকে।
আইফোন ফিফটিন প্রো ম্যাক্স - সম্পূর্ণ ফোন স্পেসিফিকেশন
Apple iPhone 15 Pro Max |
Full phone specifications |
Body |
Dimensions: 159.9 x 76.7 x 8.3 mm (6.30 x 3.02 x 0.33 in) |
|
Build: Weight :221 g (7.80 oz) |
|
Glass front (Corning-made glass), glass back (Corning-made glass),titanium frame (grade 5) |
Sim |
Nano-SIM and eSIM - International,Dual eSIM with multiple numbers - USA,Dual SIM (Nano-SIM, dual stand-by) - China |
NETWORK |
GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G |
PLATFORM
|
OS: iOS 17 |
|
Chipset: Apple A17 Pro (3 nm) |
|
Gpu: Apple GPU (6-core graphics) |
|
CPU: Hexa-core (2x3.78 GHz + 4) |
MAIN CAMERA |
Triple |
|
48 MP, f/1.8, 24mm (wide), 1/1.28", 1.22µm, dual pixel PDAF, sensor-shift OIS,12 MP, f/2.8, 120mm (periscope telephoto), 1.12µm, dual pixel PDAF, 3D sensor‑shift OIS, 5x optical zoom,12 MP, f/2.2, 13mm, 120˚ (ultrawide), 1/2.55", 1.4µm, dual pixel PDAF,TOF 3D LiDAR scanner (depth) |
|
Video: 4K@24/25/30/60fps, 1080p@25/30/60/120/240fps, 10-bit HDR, Dolby Vision HDR (up to 60fps), ProRes, Cinematic mode (4K@24/30fps), 3D (spatial) video, stereo sound rec. |
Features |
Dual-LED dual-tone flash, HDR (photo/panorama) |
SELFIE CAMERA |
Single |
|
12 MP, f/1.9, 23mm (wide), 1/3.6", PDAF, OIS,SL 3D, (depth/biometrics sensor) |
|
Video: 4K@24/25/30/60fps, 1080p@25/30/60/120fps, gyro-EIS |
Features |
HDR, Cinematic mode (4K@24/30fps) |
Main FEATURES |
Sensors |
|
Face ID, accelerometer, gyro, proximity, compass, barometer, Ultra Wideband 2 (UWB) support,Emergency SOS via satellite (SMS sending/receiving) |
BATTERY |
|
|
Type: Li-Ion 4441 mAh, non-removable |
|
Charging: Wired, 50% in 30 min (advertised) |
|
5W wireless (MagSafe), |
|
7.5W wireless (Qi),Reverse wired |
আইফোন ১৫ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশে
Apple iPhone 15 Pro Max |
|
BD Price: |
2,30,000 Taka |
বাংলাদেশি টাকায় |
২,৩০,০০০ টাকা |
আইফোন ১৫ প্রো ম্যাক্স বাংলাদেশি টাকায় ২,৩০,০০০ টাকা হলেও এর পরিবর্তন হতে পারে। মার্কেটে গিয়ে এর অর্জিনাল দাম জানা যাবে। হয়তো কিছু টাকা কম বা বেশি হতে পারে।
আইফোন ১৫ প্রো ম্যাক্স দাম কত অ্যামরিকায়
Apple iPhone 15 Pro Max |
|
|
|
512GB 8GB RAM
|
$1,399,99 Doller |
|
256GB 8GB RAM |
$1,199,99 Doller |
আইফোন ১৫ প্রো ম্যাক্স অ্যামরিকান ডলারে বর্তমানে 512GB 8GB RAM- ১,৩৯৯,৯৯ এবং 256GB 8GB RAM $১,১৯৯,৯৯ Doller মার্কিন ডলারে বিক্রি হলেও এই দামের পরিবর্তন হতে পারে। মার্কেটে গিয়ে এর অর্জিনাল দাম জানা যাবে। হয়তো কিছু টাকা কম বা বেশি হতে পারে।
iPhone 15 চালানোর আগেই, আমরা জানিয়েছিলাম যে,আপেলের সব মডেলের থেকে এই ফোনটি সেবচেয়ে বেশি দাম। যার মূল কারন হলো এটি আমাদের সময়ের সর্বোত্তম আইফোন ।
আইফোনের আগের মডেল গুলোতে আমাদের চার্জ করতে একটু অসুভিধায় পড়তে হতো তার থেকে আমরা অবশেখে মুক্তি পেয়েছি কারণ iPhone 15 Pro Max ফোনটিতে অ্যাপেলের নিজস্ব প্লাগের পরিবর্তে USB-C প্লাগ ব্যাবহার করেছে। মানে আপনি এই ফোনটিকে আপনার অন্য অ্যন্ডইড ফোনের USB-C ক্যাবেল দিয়ে চার্জ করতে পারেন।
আপনি যদি এমন কোন ব্যাক্তি হয়ে থাকে যার অনেক বড় বড় ফাইল নিয়ে কাজ করতে হয় তাহলে নতুন আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলি এখনও আপনার জন্য বেষ্ট চয়েজ হতে পারে। কথাটা কেন বললাম কারণ হচ্ছে দ্রুত ফাইল স্থানান্তর কারার জন্য এবার এই ফোনে USB-C ব্যাবহার করেছে অ্যাপেল।
তবে সমস্যটি হলো বরাবরের মত অ্যাপেল তাদের ফোনের বক্সে কোন ইউএসবি-সি কেবল দিবে না। আপনাকে আলাদাভাবে এটিকে কিনে নিতে হবে।
আইফোনের ইউএসবি-সি পোর্ট ব্যাবহারে আপনি আরো অনেক সুভিধা উপভোগ করতে পারবেন। যেমন USB-C পোর্ট ব্যাবহার করে Apple AirPods-এর মতো অন্যান্য ডিভাইসগুলিকে চার্জ করে নিতে পারবেন সরাসরি iPhone-এর নিজস্ব ব্যাটারি থেকে। USB-C কেবলের এক প্রান্ত আপনার ফোনে প্লাগ করে অন্য প্রান্তটি AirPods-এ লাগিয়ে দিলেই দেখবেন চার্জ নেওয়া শুরু হয়ে যাবে।
অন্যদিকে, আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনটি তাদের আগের বছরের মডেলের তুলনায় কিছুটা হালকা করে তৈরি করেছে, এমনকি সাইজটাও ছোট। তবে এটি আপনার হাতে একদম ফিক্সড হয়ে যাবে এই ফোনটি হাতে নিলে আপেল্যের পুরাতন মডেলের তুলোনায় আরামদায়ক ফিল পাওয়া যায়।
আপনি আইফোন ১৫ পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারেন। কারন এটি দিয়ে অন্যান্য আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনগুলিকে চার্জ করা যায়।
আমি iPhone 15 Pro Max এবং
Samsung Galaxy S23 Ultra একসাথে চার্জ করে দেখেছি, উদাহরণস্বরূপ, স্যামসাং-এর থেকেও আইফোন 15 প্রো ম্যাক্স-এ বেশি চার্জ থাকা সত্ত্বেও স্যামসাং দ্রুত চার্জ হয়ে গেছে। এতে বোঝা যায় আপনার সখের আইফোন ১৫ প্রো ম্যাক্স চার্জ হতে একটু সময় বেশি লাগাবে। তবে আমার মতে এটি নিয়ে আপনি খুব একটা বিরক্ত হবেন না।
আইফোন ১৫ প্রো ম্যাক্স গত বছরের মডেলের থেকে অনেক আলাদা। অনেক উন্নতি প্রজুক্তি এটিতে ব্যবহার করা হয়েছে। যেমন প্রো ম্যাক্সের টেলিফোটো লেন্সটি পূর্বে মডেলের তুলোনা অনেক বেশি শক্তিশালী। যেটা আমরা গত এক সপ্তহ ধরে ব্যবহারের মাধ্যমে বুঝতে পেরেছি।
এই ফোনটির পাশে একটি নতুন অ্যাকশন বোতাম যোগ করা হয়েছে। এই বাটনটি ব্যবহারে ফলে পূর্বের মত সাইলেন্স বাটন সরিয়ে দেওয়া হয়েছে যে বিষটি আমার একদম ভালো লাগেনি। কারন সাইলেন্স বাটনটি আমার কাছে অনেক প্রিয় ছিল। সাইলেন্স বাটন দিয়ে যখন ফোনটি মিউট করতাম তখন যে ভাইব্রেসনটি হতো সেই আমার কাছে অনেক ভালো লাগতো। আমি প্রায়শই এই বাটনটি ব্যবহার করতাম।
অন্যদিকে, নতুন যে অ্যাকশন বাটন ব্যবহার করা হয়েছে সেটি দিয়ে অনেক কাজ আপনি সহজে করতে পারবেন। কারণ এটি তে আপনি আপনার পছন্দ মত অপসন সেট করতে পারবেন। অ্যাকশন বাটনে চাপ দিলেই সেই অ্যাপটি অপেন হয়ে যাবে।
আমরা একটি ওয়েবসাইটে- ব্রাউজ করার জন্য অ্যাকশন বাটনটিতে সেট করেছিলাম যেটা দুর্দান্ত কাজ করেছে।
অন্যদিকে iPhone 15 Pro Max-এ ব্যাটারি লাইফ নিয়ে কথা বলতে গেলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না এর ব্যাটারি ব্যকআপ নিয়ে কারন আমরা এটি পরিক্ষা করার জন্য যথেষ্ট সময় পাইনি। তবে আমার পার্সনালি ধারনা এক চার্জে আপনি প্রায় ১.৫ দিন নন-গেমিং ব্যবহার পারবেন।
বন্ধুরা আমার মনে হয় iPhone 15 Pro Max ফোনটি সম্পর্কে আপনাদের সকল তথ্য দিতে পেরেছি এই ব্লগে। যদি এই ফোনটি সম্পর্কে আপনার কোন মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এছাড়া আমাদের সাইটে
Realme Narzo 60x 5G স্মার্টফোনের একটি রিভিউ ব্লগ পোষ্ট করা আছে চাইলে সেই ফোনটি দেখে আসতে পারেন। ধন্যবাদ!