ইউজড ফোন নাকি নতুন স্মার্টফোন । আপনার জন্য কোনটা বেষ্ট

বর্তমান সময়ে বাজেটের মধ্যে ভালো ভালো স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে।  তবে আপনি স্মার্টফোন কেনার ক্ষেত্রে ডিসিশন নিতে পারছেন না আপনার বাজেট অনুযায়ী মার্কেট থেকে একটি নতুন স্মার্টফোন কেনা উচিত হবে নাকি ইউজড স্মার্ট ফোন কিনা উচিত হবে।  আজকে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।  আশা করি ব্লকটি সম্পন্ন করার পর আপনি বুঝতে পারবেন আপনার বাজেট অনুযায়ী আপনার জন্য ইউজফুল নেওয়া উচিত হবে নাকি নতুন স্মার্টফোন ক্রয় করা উচিত হবে।

Used vs New

সর্বপ্রথম আসুন কারা মার্কেট থেকে স্মার্টফোন ক্রয় করবে।  তারাই ব্রান্ডনিউ স্মার্টফোন ক্রাই করবে যাদের বাজেটের কোন চিন্তা নেই। নিজের  পছন্দ মত যেকোন কনফিগারেশন ফোন অনায়াসে কিনার ক্ষমতা রয়েছে তারা। অর্থাৎ যাদের একটি স্মার্টফোন ক্রয় করার জন্য সর্বনিম্ন ২২ থেকে ২৫ হাজার অথবা তারও অধিক টাকা ব্যায় করার ক্ষমতা রয়েছে। 


কেন বললাম,  কারণ আপনার যদি ২২ থেকে ২৫ হাজার টাকা স্মার্টফোন কেনার ক্ষেত্রে বাজেট না থাকে তাহলে আপনি কখনোই ভালো  এবং মানসম্মত ব্র্যান্ড নিউ স্মার্টফোন ক্রয় করতে পারবেন না।  আমরা অনেকেই দেখেছি বর্তমান সময়ে ১২০০০ টাকার মধ্যে ৮ জিবি রেম এর স্মার্টফোন কিনতে পাওয়া যায়।  আসলে কি এই স্মার্টফোনগুলো আপনার জন্য বেস্ট হবে।  আমার মতে একদমই না। 


 বাজেট কমিয়ে ৮ জিবি র‌্যাম দেখিয়ে একটি স্মার্টফোনের অন্যান্য জায়গায় মার খাইয়ে দিচ্ছে স্মার্টফোন কোম্পানিগুলো। 8gb রেম এবং ২৫৬ জিবি স্টোরেজ দেখে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে এই সুবিধাবাদী কোম্পানিগুলো।  আপনি হয়তো ৮ জিবি রেম পাবেন তবে অন্যান্য দিক থেকে আপনাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে।  তার মধ্যে অন্যতম হচ্ছে প্রসেসর।  এছাড়া ক্যামেরা তো রয়েছেই।


 বর্তমানে রিল্সের যুগে একটি স্মার্টফোনের ক্যামেরা ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।  ফোনের ক্যামেরা যদি ভালো না হয় সে ক্ষেত্রে যত ভালো র‌্যাম এবং প্রসেসর দিয়ে স্মার্ট ফোন বাজারে আসুক না কেন সেটা ক্রয় করা অহেতুক বলে আমি মনে করি। আর ২০ হাজার টাকার কম বাজেটের ফোনগুলোতে আমরা প্রায় সময় লক্ষ্য করেছি ক্যামেরা এবং প্রসেসরের দিক থেকে অনেক দুর্বলতা থাকে।


 সে ক্ষেত্রে আপনার বাজেট যদি ১৫০০০ টাকা বা ২০ হাজার টাকার মধ্যে হয় আপনি যদি একটি সেকেন্ড হ্যান্ড ইউজফোন ক্রয় করেন সেক্ষেত্রে মিনিমাম ৩০ থেকে ৩৫ হাজার টাকার ফোন আপনি অনায়াসে পেয়ে যাবেন।  তবে ইউজ ফোন ক্রয় করার ক্ষেত্রে কিছু সতর্কতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে।  বর্তমানে আমরা লক্ষ্য করেছি অনেক স্মার্টফোন বিক্রিরে তারা এক্সচেঞ্জ এর মাধ্যমে ফোন বিক্রয় করে থাকে।  মানে হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড ফোনটি তাদের দিবেন তারা আপনাকে একটি নতুন স্মার্ট ফোন দিবে হয়তো কিছু টাকা যোগ করতে হবে। 


 সেই সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনটি অন্য একজন ক্রেতার কাছে খুব অল্প দামেই বিক্রি করে থাকে এসব সবকিপাররা। আপনি যদি এসব দোকানে গিয়ে একটু বেশি খোঁজেন তাহলে অল্প টাকার মধ্যে আপনি দারুন দারুন সব স্মার্ট ফোন পেয়ে যাবেন।


 তাই আমি মনে করি যাদের বাজেট 20000 টাকার মধ্যে তাদের ইউজ ফোনের দিকে মুভ করা উচিত।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আইটি মেলাস সাইটের সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন