Vivo T2 Pro 5G বাংলাদেশে দাম কত। Vivo T2 price in Bangladesh

Vivo T2 price in Bangladesh


সম্প্রতি Vivo একটি নতুন মোবাইল বাজারে এনেছে। যার নাম Vivo T2 Pro 5G। নাম শুনেই বুঝতে পারছে এই ফোনটি ৫G নেটওয়ার্ক সাপর্ট করে। শুধু তাই নয়, এই ফোনটিতে রয়েছে আরো অনেক চমক। র্কাভ ডিসপ্লের ফোন গুলোর ডিজাইন নিয়ে তেমন কিছু বলার থাকে না একদম অসাধারন হয়। এবার সেই কার্ভ AMOLED ডিসপ্লে সহ বেশ কিছু বৈশিষ্ট্য সম্পূর্ণ এই স্মার্টফোনেটি। বর্তমান সময়ে যত ডিমান্ডিং ফিচার রয়েছে তারা মধ্যে অভিকাংশ্য এই  ফোনটিতে পাওয়া যাবে। এছাড়া দ্রুত চার্জিং এবং শক্তিশালী ব্যাটারির ক্ষমতাতো রয়েছেই।

Vivo T2 Pro 5G ফুল স্পেসিফিকেশন


Vivo T2 Pro 5G Full specifications
BODY Dimensions: 164.1 x 74.8 x 7.4 mm (6.46 x 2.94 x 0.29 in) 
  Weight: 175 g (6.17 oz) 
  Build: Glass front, plastic frame, glass back 
  SIM: Dual SIM (Nano-SIM, dual stand-by) 
  Splash resistant 
DISPLAY Type: AMOLED, 1B colors, 120Hz, HDR10+, 1300 nits (peak)
  Size: 6.78 inches, 111.0 cm2 (~90.4% screen-to-body ratio)
  Resolution: 1080 x 2400 pixels, 20:9 ratio (~388 ppi density)
MEMORY Card slot: No
  Internal:128GB 8GB RAM, 256GB 8GB RAM,UFS 2.2
BATTERY   Type: Li-Ion 4600 mAh, non-removable
  Charging: 66W wired, 1-50% in 22 min (advertised)
MAIN CAMERA Dual: 64 MP, f/1.8, 26mm (wide), PDAF, OIS
  2 MP, f/2.4, (depth)
  Features: Ring-LED flash, panorama, HDR 
  Video: 4K@30fps, 1080p@30fps, gyro-EIS
SELFIE CAMERA: Single 16 MP, f/2.5, (wide)
  Video: 1080p@30fps
LAUNCH Announced: 2023, September 22
  Status: Coming soon. Exp. release 2023, September 29 
OS Android 13, Funtouch 13
Chipset Mediatek Dimensity 7200 (4 nm)
CPU Octa-core (2x2.8 GHz Cortex-A715 & 6x2.0 Cortex-A510)
GPU  Mali-G610 MC4

Vivo T2 Pro 5G বাংলাদেশে দাম কত

Realme Narzo 60x 5g Vreant Price
ইন্ডিয়া 128GB 8GB RAM ২৩,৯৯৯ রুপি
ইন্ডিয়া 256GB 8GB RAM ২৪,৯৯৯ রুপি 
বাংলাদেশ 128GB 8GB RAM  ২৮,০০০ টাকা 
বাংলাদেশ  256GB 8GB RAM  ৩০,০০০ টাকা 

Vivo T2 Pro 5G বাংলাদেশি টাকায় ১২৮জিবি-৮জিবি র‌্যাম ২৩,৯৯৯ টাকা এবং ২৫৬জিবি-৮জিবি র‌্যাম ৩০,০০০ টাকা হলেও এর পরিবর্তন হতে পারে। মার্কেটে গিয়ে এর অর্জিনাল দাম জানা যাবে।  হয়তো কিছু টাকা কম বা বেশি হতে পারে।

এক নজরে Vivo T2 Pro 5G ফোন সম্পর্কে বিস্তারিত

৬.৭৮ ইঞ্চি ফুল HD + কার্ভড AMOLED ডিসপ্লের সাথে একটি 4nm MediaTek Dimensity ৭২০০ প্রসেসর রয়েছে। আপনি এই ফোনটিতে সর্বাধিক 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ও র‌্যাম পাবেন। যারা গেম খেলতে বেশি পছন্দ করেন তাদের জন্য এই ফোনটিতে রয়েছে বিশেষ সুবিধা। সাধারণত যেকোন ফোনে গেম খেলার সময় ফোন একটু গরম হয়ে যায়। সেই সমস্যা দূর করতে লিকুইড কুলিং সিস্টেম দেওয়া এই হয়েছে Vivo T2 Pro 5G ফোনটিতে।

ফটোগ্রাফির জন্য, ব্যাকসাইটে একটি ৬৪-মেগাপিক্সেল মেইন সেন্সর সহ একটি ২-মেগাপিক্সেল বোকেহ শুটার সহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য স্মার্টফোনটির সামনে একটি ১৬-মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাটি থেকে নাইট মোড, প্যানোরামা, টাইম ল্যাপস সহ একাধিক ফটোগ্রাফি এবং ভিডিও মোডের ছবি তোলা যাবে। এছাড়া স্মার্টফোনটিতে Android ১৩ অপারেটিং সিস্টেম ব্যাবহার করা হয়ে যেটা বর্তমান সময়ের সবচেয়ে আপডেট।

স্মার্টফোনটির ব্যাটারি ক্ষমতা ৪,৬০০mAh এবং 66W ফাস্ট চার্জিং। তবে আমি আসা করেছিলাম এই ফোনটিতে নুন্যতম ৫০০০mAh ব্যাটারি থকবে। যেহেতু এটি একটি গেমিং টাইপ স্মার্ট ফোন তাই ব্যাটারি একটু বেশি mAh হলে অনেক ভালো হতো। যাইহোক,  কোম্পানির দাবি অনুযায়ী, স্মার্টফোনটি 0 থেকে ৫০ শতাংশ চার্জ হতে ২২ মিনিট সময় নেবে। অর্থাৎ ফুল চার্জ  হতে ৪৪ থেকে ৬০মিনিট সময় লাগতে পারে। কম্পানি আরো দাবি করছে এই ফোনটিকে এক চার্জে ৫৬ ঘন্টা একটানা মিউজিক শোনা যাবে।

এছাড়া এই ফোনটির নেটওয়ার্ক সুভিধার জন্য 5G ব্যবহার করা হয়েছে যেটি আমার কাছে দুর্দান্ত লেগেছে। ব্লুটুথ ৫.৩, WiFi, USB ২.০ এবং একটি প্রক্সিমিটি সেন্সর এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর সহ ফোন আনলক করার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাবহার করা হয়েছে।

এই ফোনে কম্পিটিটর একটি ফোনের রিভিউ আমাদের itmelas ওয়েব সাইটে রয়েছে। ফোনটির নাম 

Realme Narzo 60x 5G চাইলে ওই ফোনটি সম্পর্কেও জেনে নিতে পারবেন। তাতে আপনি সিন্ধান্ত নিতে পারবেন কোন ফোনটি আপনার জন্য বেষ্ট। এছাড়া এই ফোন সম্পর্কে আপনার কোন মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আইটি মেলাস সাইটের সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন