৩৫ হাজার টাকার মধ্যে সেরা গেমিং পিসি । Best gaming PC under 35k
আজ ৩৫ হাজার টাকার মধ্যে এমন একটি পিসি নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি টুকিটাকি গেমিং সহ দৈনন্দিন সকল কাজ খুব সহজেই করতে পারবেন। এই পিসিতে কি কি কম্পনেন্ট ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এটা কোন স্পন্সর ব্লক নয়, এই ব্লক থেকে শুধুমাত্র আপনারা আইডিয়া নিয়ে নিজের মতো করে পিসি তৈরি করে নিতে পারেন। যেহেতু এটা কোন স্পন্সর নয় সেহেতু কোন কম্পনেন্টের ক্রয় লিংক দেওয়া হবে না।
চলুন প্রথমে প্রসেসর দিয়ে শুরু করা যাক,
৩৫ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড করার জন্য আমরা যে প্রসেসরটি ইউজ করছি এটা হচ্ছে Intel® Pentium® Gold G7400 মডেলের প্রসেসর। এই প্রসেসরটিতে আপনারা টোটাল দুইটি কর এবং দুটি পারফরম্যান্স কর এবং চারটি থ্রেট পাবেন। সহজ করে বলতে গেলে এই প্রসেসরটিতে চারটি কর চারটি থ্রেড রয়েছে যার পারফরম্যান্স কোর বেস ফ্রিকোয়েন্সি ৩.৭০ গিগাহারস। সব থেকে মজার বিষয় হলো স্বল্পমূল্যের এই প্রসেসরটিতে আপনারা ছয় এমবি ক্যাশ মেমরি পাবেন যেটি পাওয়ার কনজুম করে মাত্র ৪৬ ওয়াট। এই প্রসেসরটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ইন্টেল এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে মডেলটি লিখে সার্চ করতে পারেন।
প্রসেসরের পর এবার আসুন একটা পিসি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস মাদারবোর্ডের দিকে। মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে Biostar H610MHP DDR3 Motherboard । এই মাদারবোর্ডটিতে আপনারা দুইটা মেমোরি স্লট পাবেন যেটাই সর্বোচ্চ আপনি ৬৪ জিবি পর্যন্ত রেম ব্যবহার করতে পারবেন। এই মাদারবোর্ডের সব থেকে ভালো দিক হচ্ছে আপনি চাইলে কোর আই থ্রি থেকে শুরু করে ১৪ জেনারেশনের যেকোনো প্রসেসর সাপোর্ট করাতে পারবেন। পরবর্তীতে কখনো যদি আপনার পিসির আপডেট প্রয়োজন হয় সেক্ষেত্রে খুব সহজেই মাদারবোর্ড চেঞ্জ না করে এই মাদারবোর্ডের দিয়েই আপডেট কাজ সম্পূর্ণ করা যাবে।
পিসি বিল্ড এর ক্ষেত্রে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে কম্পনেন্ট নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে রেম। অনেকেই আবার র্যাম সিলেকশনের ক্ষেত্রে নানা ধরনের ভুল করে থাকে তবে আপনি যদি এই ইন্সট্রাকশন অনুযায়ী পিসি বিল্ড করতে চান সে ক্ষেত্রে আমি সাজেস্ট করব G.Skill NT-Series 8GB Desktop 1600MHz DDR3 র্যাম টি ব্যবহার করার জন্য।
স্টোরেজ: বর্তমান সময়ে পিসি বিল্ড করার ক্ষেত্রে আপনার সব সময় মাথায় রাখতে হবে আপনি কি ধরনের রেস্টুরেন্ট ব্যবহার করছেন। পুরোনো দিনের মতো আপনি যদি আপনার পিসিতে এইচডিডি হাইড্রাইভ ব্যবহার করেন সে ক্ষেত্রে বোকামি করা হবে বলে আমি মনে করি। কারণ এসডিডি হার্ড ড্রিইভের গতি অনেক কম থাকে। তাই আপনি যত ভাল কম্পনেন্টই আপনার পিসিতে ব্যবহার করেন না কেন এস্টোরে যদি স্লো হয় আপনার কম্পিউটারের গতি অনেকাংশই কমে যায়। তাই এই পিসিতে আমরা ব্যবহার করছি Netac N535N 128GB M.2 2280 মডেলের একটি এসএসডি।
একটা পিসি বানানোর ক্ষেত্রে সম্পূর্ণ প্রয়োজনীয় কম্পনেন্ট গুলি আমি আপনাদের ডিটেলস আকারে দেওয়ার চেষ্টা করেছি। বাকি যে কম্পনেন্ট গুলো আপনার ইউজ করার প্রয়োজন হবে সেগুলো অপশনাল। অপশনাল এ কারণেই বললাম কারণ এগুলো আপনার চয়েজের উপর নির্ভর করে। তারপরও আমি আপনাদেরকে এই সম্পূর্ণ পিসি বিল্ডের একটি স্ক্রিনশট নিচে দিয়ে দিলাম। বাকি কম্পনেন্টগুলো আপনারা চাইলে ওই স্ক্রিনশটটি দেখে মিলিয়ে নিতে পারেন।
আপনি যদি আপনার পিসি বিল্ডের ক্ষেত্রে নিচে দেওয়া স্ক্রিনশটটির কম্পনেন্টগুলো মিল রেখে ক্রয় করেন তাহলে আপনার পিসির সর্বোচ্চ বাজেট আসবে ৩২ হাজার ১০০ টাকা। যেহেতু এটা কোন স্পন্সর ব্লক নয় সেহেতু আমি কোন কম্পনেন্ট এর লিংক আপনাদের প্রোভাইড করতে পারবোনা। অবশ্যই পিসি বিল্ড করার আগে কম্পনেন্ট গুলোর প্রাইস এবং মান যাচাই করার পরামর্শ থাকবে।