ইন্টারনেট ব্যাবহারকারীদের জন্য দুসংবাদ, চালু হচ্ছে নতুন প্যাকেজ বাড়বে খরচ
দিন দিন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে বারবার ইন্টারনেট প্যাকেজ এর মূল্য অধিক পরিমাণে বৃদ্ধির ফলে ভোগান্তি পড়াতে হচ্ছে গ্রাহকদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ বিষয়ে হতাশা জনক মন্তব্য করেছে। সাম্প্রতিক নতুন ইন্টারনেট প্যাকেজ চালুর ব্যাপারে ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের তোলপাড় লক্ষ্য করা গেছে।
সংবাদ সুত্র থেকে জানা যায়, মোবাইল গ্রাহকদের জন্য ৩ এবং ১৫ দিনের মেয়াদ বাদ দিয়ে রবিবার (১৫ অক্টোবর) থেকে নতুন ডেটা প্যাকেজ চালু হচ্ছে। নতুন নিয়ম অনুসারে, মোবাইল অপারেটরদের এই তিনটি মেয়াদে সর্বাধিক ৪০টি প্যাকেজ প্রদর্শন করতে হবে - ৭, ৩০ এবং আনলিমিটেড। ফলে ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে ১০-১৫ টাকা।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) গত ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ৩ ও ১৫ দিনের মোবাইল ইন্টারনেট প্যাকেজ বাতিল করার সিদ্ধান্ত নেয়। ৭, ৩০ এবং আনলিমিটেড- এই তিনটি পরিষেবার শর্তাবলী নির্দেশনা দেওয়া হয়েছে। একই সময়ে, প্যাকেজের সংখ্যা ৯৫ থেকে ৪০ এ হ্রাস করা হয়েছিল।
বিটিআরসির নির্দেশনা অনুযায়ী রোববার থেকে মোবাইল অপারেটররা তিন ও ১৫ দিনের ডেটা প্যাকেজ সরিয়ে ফেলবে। এক মাস এবং সীমাহীন সময়ের জন্য ডেটাতে কোনও পরিবর্তন নেই। তবে ৭ দিনের জন্য ডেটা ব্যবহারের খরচ বাড়ছে।
অপারেটররা বলছেন, যেকোনো প্যাকেজে দাম ঠিক রেখে ডাটার ভলিউম কমানো হবে। আবার ডাটা ভলিউম ঠিক রেখে দাম বাড়ানো হবে। এতে গ্রাহকের গড়ে ১০-১৫ টাকা খরচ হতে পারে। ভ্যাট, ট্যাক্সের কারণে ইন্টারনেটের দাম বেড়েছে ৭-৮ শতাংশ।
জানা গেছে, প্রায় সাত কোটি গ্রাহক তিন দিন ধরে ডেটা ব্যবহার করেছেন। সব মিলিয়ে নতুন সিদ্ধান্তে গ্রাহক হারানোর শঙ্কায় রয়েছে মোবাইল অপারেটররা। তবে তাদের দাবি, বিটিআরসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে।
এর আগেও দফাই দফাই ইন্টারনেটের দাম বৃদ্ধি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আরেক দফা ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেট প্যাকেজের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত জানিয়েছে বিটিআরসি। এরপর থেকেই অনেক নেটিজেন মোবাইল ডাটা ইউজারদের মধ্যে হতাশা লক্ষ্য করা যায়।