Infinix Zero 30 5G Full Review । কেমন হবে ১০৮ মেগাপিক্সেলের এই স্মার্টফোন
বিগত বেশ কয়েক বছর ধরে বাজারদখলের লক্ষ্যে একের পর এক আকর্ষণীয় স্মার্টফোন বাজারে আনছে ইনফিনিক্স। তারই ধারাবাহিকতায় সাম্প্রতি আরো একটি দুর্দান্ত স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে লঞ্চ করার ঘোষণা দিয়েছে চীনা এই কোম্পানিটি। হ্যাঁ, আমি বলছি Infinix Zero 30 5G মডেলের কথা।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি ফিচার নিয়ে বাজারে আসতে চলেছে ইনফিনিক্সের দুর্দান্ত এই Infinix Zero 30 5G ফোনটি।
Infinix Zero 30 5G ফোনের নেটওয়ার্ক
সব থেকে মজার ব্যাপার হলো বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে ইনফিনিক্স তাদের এই Zero 30 5G মডেলে নেটওয়ার্ক সুবিধায় যোগ করেছে 5gG এ ছাড়া এই ফোনটিতে আপনারা দুইটি সিম ব্যবহার করতে পারবেন সাথে জিপিএস এবং ইডিজিই তো থাকছে।
Infinix Zero 30 5G ফোনের বডি কি দিয়ে তৈরি
,এই ফোনটির বডি সম্পর্কে তেমন কোনো তথ্য প্রকাশ করেনি ইনফিনিক্স। তাই আমরা আপাতত আপনাদের ধারণা দিতে পারতেছি না আসলে কি ধরনের মেটেরিয়াল দিয়ে এই ফোনটির বডি তৈরি করা হচ্ছে। পরবর্তীতে যখন বডি ডাইমেনশন এবং ওয়েট নিয়ে কোন তথ্য পাব তখন অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব চলুন ডিসপ্লের দিকে ফিরে যাই।
Infinix Zero 30 5G ফোনের ডিসপ্লে
এই Infinix Zero 30 5G ফোনটিতে থাকছে ৬. ৮৮ ইঞ্চির ফুল এইচডি এমুলেট টাচস্ক্রিন ডিসপ্লে। সাথে সাথে কর্নিং গরিলা গ্লাস ফাইভ প্রোটেকশন দেওয়া হয়েছে।
Infinix Zero 30 5G অপারেটিং সিস্টেম এবং সিপিউ জিপিউ
এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৩। এবং চিপস হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০ মডেলের ৬ন্যানোমিটারের একটি প্রসেসর। তবে দুঃখের বিষয় হলো এই ফোনটিতে কোন সিপিইউ এবং জিপিওব্যবহার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে হ্যাঁ এই ফোনটি ২৫৬ জিবি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে বলে জানা যায়। এছাড়া কোম্পানির সূত্র থেকে জানা যায় এই মনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে একটি হচ্ছে ৮ জিবি রেম 256gb ইন্টার্নাল স্টোরেজ আর অন্যটি হচ্ছে ১২gb ram এবং 256gb স্টোরেজ।
Infinix Zero 30 5G ফোনের ক্যামেরা কত
Infinix Zero 30 5G ফোনটির রেয়ার ক্যামেরা অর্থাৎ প্রাইমারি ক্যামেরায় থাকছে ত্রিপল ক্যামেরা সেটআপ। যার মেইন সেন্সরটি হচ্ছে ১০৮ মেগাপিক্সেল দ্বিতীয়টি ১৩ মেগাপিক্সেল এবং তৃতীয়টি ২ মেগাপিক্সেল। তবে কি ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
টাক লাগিয়ে দেওয়ার বিষয়টি হচ্ছে Infinix Zero 30 5G মডেলের ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল যেটি সত্যিই দুর্দান্ত।
ও ভাই ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি এপিএস এবং সিক্সটি এফ পি এস এ ভিডিও রেকর্ড করা যাবে।
এছাড়া এই ফোনের চার্জার হিসেবে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি 2.0।
এছাড়াও এডিশনাল অনেক ফিচার রয়েছে এই ফোনটিতে। তবে ইনফিনিক্স পুরোপুরিভাবে ডিক্লারেশন না দেওয়ায় সম্পূর্ণ তথ্য জানা যায়নি। তবে পরবর্তীতে এই ফোনটি সম্পর্কে নতুন কোন আপডেট পাওয়া গেলে আইটি মেলাস ওয়েবসাইটে আপডেট করা হবে।