গুগোল নিজে জানাবে কোন অ্যাপ্স আপনার জন্য ক্ষতিকর
https://www.pexels.com |
বর্তমান সময়ে সবথেকে চিন্তার বিষয় হচ্ছে নিজের স্মার্টফোনকে কিভাবে মেলোয়ারের প্রবেশ থেকে রক্ষা করা যায়। অনেকে তো আবার এই মেলোয়ার বা ভাইরাস প্রটেকশনের জন্য বিভিন্ন ধরনের থার্ড পার্টি এন্টিভাইরাসের সফটওয়্যার ফোনে ইন্সটল করে রাখে। এতে বেশিরভাগ সময় দেখা যায় বিপরীত টাই ঘটে। কারণ থার্ড পার্টি এসব এন্টিভাইরাস উল্টে ফোনে নেটওয়ার্কে প্রবেশ করাতে সাহায্য করে যেটা আমরা অনেকেই জানিনা।
স্মার্টফোনে নিয়মিত অনেক অ্যাপ ব্যবহার করা হয়। এমনকি প্লে স্টোর থেকে প্রয়োজনীয় ডাউনলোড করার পরও কিন্তু এর মধ্যে অনেক অ্যাপ রয়েছে যা ফোনের জন্য ক্ষতিকর। কিন্তু এখন গুগল বলে দেবে কোন অ্যাপ ভালো আর কোন অ্যাপ খারাপ।
গুগল দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড ফোনে সাইডলোড অ্যাপ ব্যবহার করার অনুমতি দিতে নারাজ ছিল। তারা এ বিষয়ে ব্যবহারকারীদের কয়েকবার সতর্ক করেছে। সাইডলোড অ্যাপস মানে তৃতীয় পক্ষের অ্যাপ। গুগল এখন থেকে অ্যান্ড্রয়েডে সাইডলোড অ্যাপ স্ক্যান করবে।
অনেকে বিভিন্ন কারণে গুগল প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করেন। যা ফোনের জন্য খুবই ক্ষতিকর। অনেক সময় হ্যাকাররা এই নকল অ্যাপ থেকে ম্যালওয়্যার ছড়িয়ে দেয়। এরপর ফোনের ব্যক্তিগত তথ্য হ্যাক করা হয়। আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় অনেককে।
এই সাইডলোড অ্যাপগুলি ব্যবহার করা নিরাপদ কিনা তাও গুগল জানাবে। তবে অনেকেই মনে করেন যে গুগল এভাবে সাইডলোড অ্যাপের নিয়ন্ত্রণ নিতে চায়। শর্তাবলী একবার বা দুবার লঙ্ঘনের ফলে অ্যাপটিতে আর অ্যাক্সেস থাকবে না। যাইহোক, আপনি যদি সাইডলোড অ্যাপ স্ক্যান করতে পারেন, গুগল অনেক ম্যালওয়্যার বাদ দিতে সক্ষম হবে।
এছাড়া আপনি আপনার ফোনকে সুরক্ষিত রাখার জন্য গুগল প্লে স্টোর এর থেকে সকল প্রকার প্রয়োজনীয় এপস ডাউনলোড করতে পারেন। মনে রাখবেন ডাউনলোড করার পূর্বে গুগল পেলে প্রটেকশন অপশন চালু রয়েছে কিনা সেটা দেখে নেবেন। যতক্ষণ না পর্যন্ত গুগল প্লে স্টোর প্রোটেকশন এনাবেল থাকবে ততক্ষণ প্লে স্টোর আপনার থাকা অ্যাপসগুলো স্ক্যান করবে না।
অনেক সময় দেখা গেছে পেলে প্রটেকশন অন থাকার কারণে থার্ড পার্টি কিছু অ্যাপস ইন্সটল হয় না। সে ক্ষেত্রে অনেকেই পেলে প্রটেকশন অফ করে সেই অ্যাপটি কে জোরপূর্বক ফোনে ইন্সটল করার চেষ্টা করে। নিজের ফোনকে যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে এই পন্থা অবলম্বন করা থেকে বিরত থাকতে হবে। যে কোন প্রকার অ্যাপ্স হোক না কেন গুগল প্লে প্রটেকশন অফ থাকা অবস্থায় ইনস্টল করা থেকে বিরত থাকুন।