এই সময়ে রিডমি নোড সেভেন ক্রয় করা কি উচিৎ হবে। Should I buy Redmi Note 7 Now

Redmi Note 7


Redmi note 7 2019 সালে লঞ্চ হওয়া একটি দুর্দান্ত স্মার্টফোন।  ওই সময়ে বাংলাদেশের  ইয়াং জেনারেশনের কাছে এই ফোনটি ছিল সেরা বাজেট স্মার্টফোন।  তবে বর্তমান সময়ে এসে এই Redmi note 7 ফোনটিকে  ক্রয় করা কতটা লাভজনক হবে? চলুন সে বিষয়ে  আলোচনা করা যাক।  এই ফোনটির ভালো এবং মন্দ বিবেচনা করার আগে আমাদের আগে দেখতে হবে এই ফোনটি বাজেট তুলনায় কি কি ফিচার  অফার করছে।


Redmi note 7 সম্পূর্ণ ফোন স্পেসিফিকেশন


Redmi note 7 ফোনটি লঞ্চ হয়েছিল ২০১৯ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ।  এই ফোনটির বডি ডাইমেনশন ১৫৯.২ এবং থিকনেস ৮ পয়েন্ট ১ মিলিমিটার। ৬.৩ ইঞ্চির এই ফোনটির ওজন ১৮৬ গ্রাম।  এই ফোনটিতে হাইব্রিড ডুয়েল সিম সাপোর্ট রয়েছে। Redmi note 7  ফোনটির ডিসপ্লে টাইপ হচ্ছে  আই পি এস এলসিডি।  আর সবথেকে মজার বিষয় হচ্ছে এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস ফাইভ ব্যবহার করা হয়েছে।  এছাড়া ডিসপ্লে রেজুলেশন ১০৮০/ ২৩৪০ পিক্সেল। যার এক রেশিও ১৯.৫:৯ এবং পিপিআই দেন্সিটি ৪০৯ ।


এইতো গেল ডিসপ্লে সেকশন এবার আসুন অপারেটিং সিস্টেম এবং সিপিও জিপিও নিয়ে সংক্ষিপ্ত তথ্য জানা  যাক।  এই Redmi note 7  ফোনটিতে অপারেটিং  সিস্টেম হিসেবে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল এন্ড্রয়েড নাইন।  পরবর্তীতে আপডেটের মাধ্যমে এই ফোনটি এন্ড্রয়েড ১০ পর্যন্ত নিয়ে যাওয়া হয়।  বরাবরের মতো এই ফোনটিতে  শাওমি তাদের নিজস্ব ইউ ওয়াই MIUI ১২ ব্যবহার করেছিল।  এই ফোনটির সিপিইউ Octa-core (4x2.2 GHz Kryo 260 Gold & 4x1.8 GHz Kryo 260 Silver) ব্যবহার করা হয়েছে।  এবং জিপিউ Adreno 512 । এবং চিফ চেস্ট হিসেবে ব্যবহার করা হয়েছিল Qualcomm  SDM660 Snapdragon 660 (14 nm)। 


এবার আসুন মেমোরির দিকে এই ফোনটিতে দুইটা সিম ব্যবহার করা যাবে পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো এইচডি কার্ড স্লাটো দেওয়া হয়েছে।  এই Redmi note 7 ফোনটি চারটি ভেরিয়েন্ট এভেলেবেল ছিল যার প্রথমটা হচ্ছে ৩২ জিবি ফোন মেমোরি এবং ৩ জিবি র‍্যাম,  ৬৪ জিবি ফোন মেমোরি ৪ জিবি র‍্যাম,  ৪ জিবি ফোন মেমোরি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ফোন মেমোরি ৪ জিবি র‍্যাম। এই ভেরিয়েন্ট গুলোর মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়েছে ৪ gb ram এবং ৬৪gb ইন্টার্নাল স্টোরেজ আলা ফোনটি।


এই Redmi note 7 ফোনটির মেইন ক্যামেরা হিসেবে ছিল ৪৮ মেগাপিক্সেলের একটি 1.89 লেন্স আর নিচে ৫ মেগাপিক্সেলের একটি ডেট সেন্সর । এবং  ফন্ট ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরায় ছিল ১২ মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর আর টু মেগাপিক্সেলের একটি ডেপ্থ সেন্সর। ও ভাই ক্যামেরা দিয়ে ফুল এইচডি থার্টি সিক্সটি এবং ১২০ এফপিএস এ ভিডিও রেকর্ড করা যায়। 


এই Redmi note 7 ফোনটির ব্যাটারি টাইপ লিথিয়াম পলিমার চার হাজার মেগাহার্জ নন রিমুভেল ব্যাটারি যেটিকে সার্চ করতে ব্যবহার করা হয় ১৮ ওয়াটের একটি ফাস্ট চার্জার। 

দুই ২০১৯ সালের ফোন অনুযায় Redmi note 7  রেড ফোনটি দুর্দান্ত হলেও বর্তমান সময়ে এই বাজেটে এর থেকে দুর্দান্ত ফিচার সহ ফোন বাজারে পাওয়া যায়।  তাই বর্তমান সময়ে এই ফোনটির চাহিদা অনেকটাই কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। আপনি যদি দেখেন দেশীও বাজারে ১২ হাজার টাকার মধ্যে ৬ জিবি রেমওয়ালা ফোন অফার করছে অনেক কোম্পানি।  তার মধ্যে symphony z60 প্লাস অন্যতম।  এই সময়ে এসে ১৬০০০ টাকা বাজেট দিয়ে redmi note 7s বা note 7 pro বা note 7 এই ফোন গুলোর দিকে না ঢুকাটাই উত্তম মনে করি। 


 তবে ফোন করায় করার ক্ষেত্রে সম্পূর্ণ আপনার বাজেট এবং নিজের  ভাবনা খুবই গুরুত্বপূর্ণ।  তাই আপনার পার্সোনাল চয়েজ এর উপর আমি হস্তক্ষেপ পড়তে চাই না।  আমার যেটা মনে হল সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আইটি মেলাস সাইটের সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন