Symphony Z60 Plus । ১২ হাজার টাকায় কেমন হবে ৬ জিবি র্যামের এই স্মার্টফোনটি
আমরা অনেকেই লো বাজেটের মধ্যে একটি ভালো স্মার্টফোনের সন্ধান করে থাকি। আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আপনি সঠিক ব্লগে এসেছেন। আজ আমরা ১২০০০ টাকার মধ্যে এমন একটি স্মার্ট ফোন নিয়ে আলোচনা করব যে স্মার্টফোনের বিচারগুলো সম্পর্কে যত শুনবেন ততই অবাক হবেন।
অবাক হবেন বিষয়টি এজন্যই বললাম একটি বারো হাজার টাকার স্মার্টফোনে এত সুযোগ-সুবিধা পাওয়া যাবে এটা সত্যিই কল্পনা করা যায় না।
আমি এর আগে Symphony Z60 ফোনটি নিয়ে আমার একটি ব্লগে আলোচনা করেছিলাম ওই পোস্টটি করার পরে এই ফোনটি সম্পর্কে ঘাটাঘাটি করতে গিয়ে আমি Symphony Z60 Plus ফোনটি সম্পর্কে জানতে পারি।
বিশ্বাস করেন, বাজেট ফোনের মধ্যে আমার দেখা সবথেকে সেরা ফোনের তালিকায় আমি এই Symphony Z60 Plus ফোনটিকেই রাখবো। এই ফোনটি নিয়ে বিস্তারিত জানার আগে চলুন এই ফোনের স্পেসিফিকেশন আপনাদেরকে জানাই।
Symphony Z60 Plus সম্পূর্ণ স্পেসিফিকেশন
Symphony Z60 Plus | Full Specifications |
---|---|
Network | 2G, 3G, 4G |
Material | Glass front, plastic body |
Dimensions | 164 x 75.6 x 8.65 millimeters |
Weight | 190 grams |
Display | IPS |
Size:6.6 inches | |
Resolution:HD+ 1600 x 720 pixels (269 ppi), 90Hz refresh rate | |
Back Camera | Resolution:Dual 50+2 Megapixel |
Features:PDAF, LED flash, f/1.8, night mode, HDR & more | |
Video Recording:Full HD (1080p) | |
Front Camera | |
Resolution:8 Megapixel | |
Features:Display flash, f/2.0 aperture & more | |
Video Recording:Full HD (1080p) | |
Battery | Lithium-polymer 5000 mAh |
Fast Charging | 18W Fast Charging |
Chipset | UNISOC T616 (12 nm) |
RAM | 6 GB |
Processor | Octa-core, 1.6 GHz |
GPU | Mali-G57 MP1 |
Storage | ROM : 128 GB (uMCP5) |
Operating System | Android 12 |
Symphony Z60 Plus ফোনের দাম কত
Symphony Z60 Plus ফোনের বাংলাদেশি দাম ১১,৯৯৯ টাকা।
অনালাইন মার্কেটে Symphony Z60 Plus ফোনের বাংলাদেশি সর্বনিম্ন দাম পেয়েছি ১১,৪৯০ টাকা
কেন Symphony Z60 Plus ১২০০০ টাকার মধ্যে সেরা স্মার্টফোন
Symphony Z60 Plus: স্মার্টফোনটি কেন ভালো বলেছি এর একটি নয় অনেকগুলো কারণ রয়েছে। আমার আশেপাশের অনেকেই এই ফোনটি লঞ্চ হওয়ার পরেই ক্রয় করেছে। তাদের ফ্রিডব্যাক অনুযায়ী ১২০০০ টাকার মধ্যে ব্যবহার করা সেরা ফোনে এটি। এ ছাড়া অনলাইনেও আমি অনেক ঘাঁটাঘাটি করে দেখেছি তাদের কমেন্টগুলো অনেকটা এরকমই। তবে একজন ব্যক্তির কমেন্টস করতে গিয়ে আমি হতাশা বোধ করেছি কারণ, এই ফোনের নাকি নেটওয়ার্কের কিছু রয়েছে। তবে আমি নিজে যখন এই ফোনটিকে ব্যবহার করেছি তখন আমি নেটওয়ার্ক জনিত তেমন কোন সমস্যা দেখতে পাইনি।
এই বাজেটের ফোনগুলোতে আমরা অনেক সময় দেখেছি Unisoc T606 চিপসেট ব্যবহার করে। সেই দিক থেকেও আমরা ব্যতিক্রম লক্ষ্য করেছি কারণ, Symphony তাদের Symphony Z60 Plus মডেলটিতে Unisoc T616 চিপসেট ব্যবহার করেছে। এই প্রসেসরটি নিঃসন্দেহে গেমিং এ অনেকটাই স্মুথ পারফরম্যান্স দেয়। এছাড়া এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স জিবি রেম যা ১২০০০ টাকার বাজেট ফোনে আমরা কখনো পাবো বলে পূর্বে আশা করিনি।
এছাড়া এই ফোনটিতে ১২৮ GB ফ্রাস্ট uMCP5 স্টোরেজ ব্যাবহার করা হয়েছে। আমার এই স্টোরেজ টাইব সম্পর্কে গুগোলে সার্চ করে জানতে পারে এটিতে UFS 3.1 এর সাথে তুলনা করা যায়। এই ফোনটি আপনারা ৫০০০mah ব্যাঠারি পাবেন। যার জন্য আপনি অনায়াশে ১ থেকে ১.৫ দিন ব্যাকাপ পেয়ে যাবে। এই ফোনটিকে চার্জ করার জন্য ১৮W চার্জার ব্যবহার করা হয়েছে। এছাড়া ক্যামেরার দিকেও কনফারেন্স করা হয়নি একটি বার হাজার টাকার ফোনে আর কি চাই।