আপনি কি পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে একটি আকর্ষণীয় এবং সেরা স্মার্টফোন খুঁজছেন? যদি তাই হয় তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আমরা আজকের এই ব্লগটি পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোনগুলো নিয়ে সাজিয়েছি। যেহেতু এই স্মার্ট ফোনগুলো বাজেট বিবেচনা করে সাজানো হয়েছে তাই আপনার চাহিদা অনুযায়ী ফোনটি নির্বাচন করার সুযোগ থাকছে।
এই ব্লগটিতে আমরা ফোনের যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে:- ৫ থেকে ১০ হাজার টাকার মধ্যে এই স্মার্ট ফোনগুলোতে কি কি সুবিধা ও অসুবিধে রয়েছে সেগুলো সম্পর্কে। এছাড়া বাজেট অনুযায়ী এই স্মার্টফোনগুলো আপনার জন্য কেমন হবে সে বিষয়গুলিও বুঝতে পারবেন। তাহলে চলুন বেশি বনিতা না করে স্মার্টফোনগুলোর সংক্ষেপ রিভিউ করা যাক।
Symphony Z60 ফোনের রিভিউ । সম্পূর্ণ স্পেসিফিকেশন
Symphony Z60 স্মার্টফোনটি ৬.৫২ ইঞ্চি HD+ IPS স্ক্রিন সহ আসে। ডিজাইনের বিষয়ে বলতে গেলে এটিতে একটি ফুল-ভিউ সেন্টার পাঞ্চ-হোল ডিজাইন রয়েছে যেটি দেখতে খুবই সুন্দর লাগে। পিছনের ক্যামেরাটি পিডিএএফ, এলইডি ফ্ল্যাশ, পোর্ট্রেট মোড, নাইট মোড ইত্যাদি। মজার বিষয় হলো এই ক্যামেরা দিয়ে আপনি ৪কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। পেছনে ডুয়াল ক্যামেরা দেখতে পাবেন যার একটি ৫০ মেগা পিক্সেল এবং অন্যটি 2 মেগা পিক্সেল। আর সামনের সেলফি ক্যামেরাটি ৮ মেগা পিক্সেলের । Symphony Z60 মডেলের স্মার্ট ফোনটিতে ব্যাটারি হিসেবে পাবেন ৫০০০ mAh ব্যাটারি । এই ব্যাটারিটি চার্জ করতে ১৮ ওয়াটের ফাস্টা চার্জিং সুভিধা পাবেন যেটি আমার কাছে দারুন লেগেছে এই বাজেট বিবেচনায়। এই ফোনটি আপনি দুইটি ভেরিয়েন্টে পাবেন। আমি যে ভেরিএন্টের কথা বলছি সেটিতে আপনি ৩ জিবি র্যাম পাবেন এবং ইন্টারলান মেমোরি হিসেবে থকছে ৬৪ জিবি। এছাড়া আপনি চাইলে বাজেট বাড়িয়ে ৪ GB RAM এবং ৬৪ জিবি ইন্টারনাম মেমোরির ফোনটিও নিতে পারেন। এই উভয় ভেরিএন্টে প্রসেসর হিসেবে থাকছে, ১.৬ GHz অক্টা-কোর CPU এবং Mali-G57 MP1 GPU। এটি একটি ১২ nm UNISOC T616 চিপসেট দ্বারা চালিত। এই Symphony Z60 স্মার্টফোনটিতে আপনি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট পাবেন। এছাড়া সিকিউরিটির জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।Symphony Z60 ফোনের দাম কত
Symphony Z60 ৩ জিবি র্যাম ৬৪ ইন্টারনাল মেমোরি ৳৯,৯৯৯ টাকা
Symphony Z60 ৪ জিবি র্যাম ৬৪ ইন্টারনাল মেমোরি ৳১০,৪৯৯ টাকা
itel A60S ফোনের রিভিউ । সম্পূর্ণ স্পেসিফিকেশন
itel A60S স্মার্টফোনটি ৬.৬ ইঞ্চি HD+ IPS স্ক্রিন সহ আসে। ডিজাইনের বিষয়ে বলতে গেলে এটিতে একটি ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি অটোফোকাস, LED ফ্ল্যাশ, পোর্ট্রেট মোড ইত্যাদি। এই ক্যামেরা দিয়ে আপনি HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন। পেছনে ডুয়াল ক্যামেরা দেখতে পাবেন । যে ক্যামেরার একটি ৮ MP অন্যটি QVGA । আর সামনের সেলফি ক্যামেরাটি 5 মেগা পিক্সেস। itel A60S মডেলের স্মার্ট ফোনটিতে ব্যাটারি হিসেবে পাবেন ৫০০০ mAh ব্যাটারি। এই ব্যাটারিটি চার্জ করতে ১০ ওয়াটের ফাস্টা চার্জিং সুভিধা পাবেন। আমি যে ভেরিএন্টের কথা বলছি সেটিতে আপনি ৪ জিবি র্যাম পাবেন এবং ইন্টারলান মেমোরি হিসেবে থকছে ৬৪ জিবি। এই ভেরিএন্টের প্রসেসর হিসেবে থাকছে 1.6 GHz অক্টা-কোর CPU এবং PowerVR GE8322 GPU । এটি একটি 28 nm Unisoc SC9863A চিপসেট দ্বারা চালিত। এছাড়া সিকিউরিটির জন্য একটি ব্যাক মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।itel A60S ফোনের দাম কত
itel A60S ৪ জিবি র্যাম ৬৪ ইন্টারনাল মেমোরি ৳৮,৯৯০ টাকা
Xiaomi Redmi A1 ফোনের রিভিউ । সম্পূর্ণ স্পেসিফিকেশন
Xiaomi Redmi A1 স্মার্টফোনটি 6.52 ইঞ্চি HD+ স্ক্রিন সহ আসে। ডিজাইনের বিষয়ে বলতে গেলে এটিতে একটি ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি f/2.0 অ্যাপারচার, ডুয়াল-এলইডি ফ্ল্যাশ, এইচডিআর ইত্যাদি। এই ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। পেছনে ডুয়াল ক্যামেরা দেখতে পাবেন । যে ক্যামেরার একটি ৮ অন্যটি ৮ মেগা পিক্সেল। আর সামনের সেলফি ক্যামেরাটি 5 মেগা পিক্সেস। Xiaomi Redmi A1 মডেলের স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে পাবেন ৫০০০ mAh ব্যাটারি। এই ব্যাটারিটি চার্জ করতে ১০ ওয়াটের ফাস্টা চার্জিং সুভিধা পাবেন। আমি যে ভেরিএন্টের কথা বলছি সেটিতে আপনি ২ জিবি র্যাম পাবেন এবং ইন্টারলান মেমোরি হিসেবে থকছে ৩২ জিবি।এই ভেরিএন্টের প্রসেসর হিসেবে থাকছে ২.০ GHz কোয়াড-কোর CPU এবং PowerVR GE8320 GPU। এটি একটি MediaTek Helio A22 (12 nm) চিপসেট দ্বারা চালিত। । দুখের বিষয় হলো এই ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। Xiaomi Redmi A1 ফোনের দাম কত
Xiaomi Redmi A1 ২ জিবি র্যাম ৩২ ইন্টারনাল মেমোরি ৳৮,৯৯৯ টাকা।
Realme C30 ফোনের রিভিউ । সম্পূর্ণ স্পেসিফিকেশন
Realme C30 স্মার্টফোনটি ৬.৫ ইঞ্চি HD+ IPS LCD স্ক্রিন সহ আসে।ডিজাইনের বিষয়ে বলতে গেলে এটিতে একটি ফুল-ভিউ মিনিমাল নচ ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি অটোফোকাস, LED ফ্ল্যাশ, f/2.2 অ্যাপারচার ইত্যাদি।এই ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন। পেছনে সিঙ্গেল ক্যামেরা দেখতে পাবেন যেটি 8 MP। আর সামনের ক্যামেরাটি 5 মেগা পিক্সেল। Realme C30 মডেলের স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে পাবেন ৫০০০ mAh ব্যাটারি। এই ব্যাটারিটি চার্জ করতে ১০ ওয়াটের ফাস্টা চার্জিং সুভিধা পাবেন। আমি যে ভেরিএন্টের কথা বলছি সেটিতে আপনি ২ জিবি র্যাম পাবেন এবং ইন্টারলান মেমোরি হিসেবে থকছে ৩২ জিবি। এই ভেরিএন্টের প্রসেসর হিসেবে থাকছে 1.8 GHz octa-core CPU এবং Mali-G57 GPU। এটি একটি Unisoc Tiger T612 (12 nm) চিপসেট দ্বারা চালিত। দুখের বিষয় হলো এই ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই।
Realme C30 ফোনের দাম কত
Realme C30 ২ জিবি র্যাম ৩২ ইন্টারনাল মেমোরি ৳৮,৯৯৯ টাকা
Symphony ATOM 4 ফোনের রিভিউ । সম্পূর্ণ স্পেসিফিকেশন
Symphony ATOM 4 হল একটি কম বাজেটের স্মার্টফোন যার একটি ওয়াটারড্রপ নচ ফ্রন্ট ডিজাইন এবং বিভিন্ন রঙের বিকল্প সহ প্লাস্টিক বডি। এটিতে নিয়মিত 60Hz রিফ্রেশ রেট সহ একটি 6.56 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। পিছনের ক্যামেরাটি অটোফোকাস, LED ফ্ল্যাশ, f/2.0 অ্যাপারচার ইত্যাদি বৈশিষ্ট্য এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ একটি একক 8 এমপি ওয়ান। 5 এমপি ফ্রন্ট ক্যামেরা HD ভিডিও রেকর্ড করতে পারে। এই ব্যাথিত এই ফোনটি সম্পর্কে বলার তেম কিছু নেই। Symphony ATOM 4 ফোনের দাম কত
Symphony ATOM 4 ৩ জিবি র্যাম ৩২ ইন্টারনাল মেমোরি ৳৮,৬৯৯ টাকা
আমাদের তালিকায় থাকা ৫ থেকে ১০ হাজার টাকার সেরা ৫ টি স্মার্টফোনের মধ্যে আপনার কোনটি পছন্ধ হয়েছে কমেন্টে জানাতে পারেন। এছাড়া এই ফোনগুলো সম্পর্কে আপনাদের কনো পরামর্শ থাকলে জানাতে পারেন। এই ফোগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে আমাদের সাইটে পোষ্ট করা আরএকটি স্মার্টফোন রয়েছে যে বাজেট বিবেচনায় রিভিউ করেছি যারা নাম Realme Narzo 60x 5G এই ফোনটি দেখতে পারেন আসা করি ভালো লাগবে।
পরবর্তী ব্লগ আপডেটের জন্য আমার গুগোল নিউজ পেজ ফলো করতে পারেন যার লিংক নিচে দেওয়া থাকবে। ধন্যবাদ।