বিকাশ থেকে লোন নিতে পারছেন না? করণীয় কী

বিকাশ লোন

কেউ ধার বা লোন দিচ্ছে না? চিন্তা করবেন না! আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে "বিকাশের মাধ্যমে খুব সহজে নিশ্চিত লোন" নিতে পারবেন আপনি।  এতে আপনার কাগজ পাতির তেমন কোন ঝামেলাই নেই।  অল্প কিছু স্টেপ অনুসরণ করেই আপনি পেয়ে যাবেন "বিকাশের মাধ্যমে লোন"।  আমাদের আজকের ব্লগে আমরা আলোচনা করব "বিকাশের মাধ্যমে কিভাবে লোন নিতে হয়", "বিকাশের মাধ্যমে লোন নিলে কি কি সুবিধা রয়েছে", আরো জানবো "বিকাশের মাধ্যমে লোন নেওয়ার অসুবিধা সম্পর্কে"।  এছাড়া আপনি জানতে পারবেন "বিকাশের মাধ্যমে লোন  নিতে হলে আপনার কি কি যোগ্যতা থাকা লাগবে"।

শুধু তাই নয় এই ব্লগে কভার করার চেষ্টা করেছি বিকাশের মাধ্যমে কত টাকা লোন পেলে কত টাকা পরিশোধ করতে হবে এবং কিভাবে তা পরিশোধ করতে হবে এই সকল বিষয়ে। তাহলে চলুন বেশি ভনিতা না করে শিখে নেওয়া যাক কি কি অনুসরণ করে বিকাশের মাধ্যমে লোন নিতে হয়।

নোটিশ: বিকাশ লোন নেওয়ার শর্তাবলি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে তাই বিকাশ থেকে লোন নেওয়ার পূর্বে তাদের শর্তাবলি পুনরায় পড়ে নেয়ার পরামর্শ থাকবে।

বিকাশের মাধ্যমে লোনের আবেদন

বিকাশের মাধ্যমে লোন নিতে প্রথম ধাপ

বিকাশ থেকে ঋণ পেতে প্রথমে আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর আপনাকে যা করতে হবে তা হল:

  1. প্রথমে আপনাকে বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে।
  2. তারপর আপনি বিকাশ অ্যাপের প্রথম পৃষ্ঠায় লোন লেখা বাটন দেখতে পাবেন।
  3. লোন বাটনে টাপ করে ভেতরে প্রবেশ করুন।
বিকাশের মাধ্যমে লোন নিতে প্রথম ধাপ


বিকাশের মাধ্যমে লোন নিতে দ্বিতীয় ধাপ

লোন বাটনে টাপ করে ভেতরে প্রবেশ করার পরে, আপনি দেখতে পাবেন আপনাকে কত টাকা ঋণ দেওয়া হবে। অর্থাৎ এই লনের পরিমাণ সবার জন্য সমান নয়। আপনার বিকাশে লেনদেনর উপও ভিত্তি করে এই লোনের পরিমান নির্ভর করে। যাইহোক,ওই পৃষ্ঠায় আপনি দেখতে পাবেন।

বিকাশের মাধ্যমে লোন নিতে দ্বিতীয় ধাপ

  • সিটি ব্যাংক থেকে লোন নিন বিকাশ-এ মুহূর্তেই!
  • প্রিয় গ্রাহক, আপনি লোন নিতে পারেন সর্বোচ্চ টাকা
  • এক্সাম্পেল 5,000 টাকা( এই টাকার যায় গায় আপনি কত টাকা লোন নিতে পারবেন তা দেখাবে)
  • নিচের "সম্মতি” বাটনে ট্যাপ করে এগিয়ে যান।
  • বিস্তারিত জানতে, শর্তাবলী দেখুন।

শর্তাবলীতে টাপ করে পড়ে নিবেন তাহলে আপনাকে পরবর্তীতে ঝামেলায় পড়তে হবে না।

বিকাশের মাধ্যমে লোন নিতে তৃতীয় ধাপ

এই ধাপটি আপনাকে তাদের সমস্ত ঋণ নীতি দেখাবে এবং আপনার সম্মতি চাইবে। আপনাকে অবশ্যই শর্তাবলী মনোযোগ সহকারে পড়তে হবে এবং তাদের সাথে সম্মত হতে হবে।

  • সম্মতি দিয়ে এগিয়ে যান।
  • তারপর আপনার পিন নম্বরে ট্যাপ করুন।

আবেদন সম্পূর্ণ । 

বিকাশ থেকে লোন নেওয়ার যোগ্যতা 

এই লোন মূলত বিকাশ দেয় না। টাকাটা দিয়ে থাকে সিটি ব্যাংক। তাদের ক্ষুদ্রঋণ প্রকল্পে বিকাশের মাধ্যমে জনগণদেরকে ঋণ দিয়ে থাকে। আর এই লোন সবাই পাবেনা। যারা মাত্র bkash অ্যাপ ব্যবহার করে এবং নিয়মিত প্রচুর অর্থ লেনদেন করে তারাই কেবল এ লোনটি পাবেন। আর লোন নেওয়ার সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন আপনাকে জানতে হবে লোনটি কত দিনের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং পরিষদের সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো।

বিকাশ থেকে লোন নেওয়ার সুবিধা 

  • তিন মাসে পরিশোধ করার সুযোগ রয়েছে।
  • আবেদন করার সাথে সাথেই লোনটি পাওয়া যায়।
  • কোন ধরনের জামানত লাগে না।
  • ডকুমেন্টসের ঝামেলা নেই।
  • লোনের উপর ০.৫ শতাংশ + ভ্যাট
  • ব্যালেন্স থেকে অটোমেটিক কিস্তি পরিষদের সুবিধা রয়েছে।

উপরের এই সুবিধা থাকার কারণে মানুষ এখন বেশি জানতে ইচ্ছুক হচ্ছে কিভাবে বিকাশ থেকে লোন নেওয়া যায় । 

বিকাশ থেকে লোন পাওয়ার যোগ্যতা

বিকাশ থেকে ঋণ পেতে হলে আপনাকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। নীচে সেই শর্তাবলী আছে.

  • আপনার অ্যাকাউন্ট একেবারে নতুন হলে হবে না। সাধারণত ৫-৬ মাসের ব্যবহৃত অ্যাকাউন্ট হলেই হবে।
  • আপনার বিকাশ অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করা আবশ্যক। 
  • আপনার অ্যাকাউন্টে অবশ্যই প্রচুর পরিমাণে লেনদেন হতে হবে। যদি আপনার অ্যাকাউন্টে অনেক লেনদেন না থাকে তাহলে আপনি বিকাশ ঋণের জন্য যোগ্য হবেন না। বিকাশ ঋণ পাওয়ার যোগ্য হতে প্রতি মাসে কমপক্ষে ৫ থেকে ১৫ হাজার টাকা লেনদেন করার চেষ্টা করুন।
  • আপনার অবশ্যই মাসিক আয়ের একটি ভাল উৎস থাকতে হবে।
  • আপনি বিকাশ ঋণের জন্য যোগ্য এবং আপনি যদি উপরে উল্লেখিত শর্তগুলি পূরণ করেন তবে বিকাশ থেকে ঋণ নিতে পারেন। মনে রাখবেন, বিকাশ লোন বিশেষ কোন ব্যবহারকারীদের জন্য নয়, এটি সমস্ত গ্রাহকদের জন্য।

আশা করি বিকাশ থেকে লোন নেওয়ার সকল পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের এই ব্লক সংক্রান্ত যদি আপনার কোন প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।আশা করি বিকাশ থেকে লোন নেওয়ার সকল পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন আমাদের এই ব্লক সংক্রান্ত যদি আপনার কোন প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বিকাশ লোন নেওয়ার শর্তাবলি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে তাই বিকাশ থেকে লোন নেওয়ার পূর্বে তাদের শর্তাবলী গুলো পুনরায় পড়ে নেয়ার জন্য পরামর্শ থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আইটি মেলাস সাইটের সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন