স্মার্টফোন দিয়ে যেভাবে দেখা যাবে লাইভ লোকেশন। Live location share
এছাড়াও আপনি অনেক গুরুত্বপূর্ণ কারণে লোকেশন শেয়ারিং অপশনটি ব্যবহার করতে পারেন । যেগুলো আমরা নিচে আলোচনা করব। তার আগে আমরা প্রথমে জেনে নেই কিভাবে লোকেশন শেয়ারিং করতে হয়।
গুগল ম্যাপ ব্যবহার করে কিভাবে লাইভ লোকেশন শেয়ার করবেন?
গুগল ম্যাপ থেকে লাইভ লোকেশন শেয়ার করতে নিচের ধাপ অনুসরন করুন:
১. Google Maps খুলুন এবং সাইন ইন করুন৷
৩. উপরের ডানদিকে আপনার প্রোফাইল ফটোতে আলতো চাপুন৷
৪. এখানে অবস্থান ভাগ করে নেওয়ার বিকল্পটি নির্বাচন করুন৷
৫. এখন আপনি যার সাথে অবস্থান ভাগ করতে চান তাকে নির্বাচন করুন।
লাইভ লোকেশন শেয়ারের গুরুত্ব
এটি ছাড়াও, আপনি ক্লিপবোর্ডে আপনার লাইভ অবস্থান লিঙ্কটি সেভ করতে পারেন। যেকোনো মেসেজিং অ্যাপ বা ইমেলের মাধ্যমে এই লিঙ্কটি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বা যাকে আপনার লুকেশন শেয়ার করতে চান। আপনি কতক্ষণ পর্যন্ত তাকে আপনার লাইভ লোকেশন শেয়ার (Live location share) করতে চান তাও সিলেক্ট করতে দিতে পাতে এতে আপনি যাকে লোকেশন শেয়ার করেছে সে নিদ্রষ্ট ও সময় পর্যন্ত আপনার লোকেশন ট্রাক করতে পারবে তার পর সয়ক্রিয় ভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
শুধু তাই নয় আপনি চাইলে যে আপনার বাসার ঠিকানা জানে না তাকে যদি আপনার বাড়ির ঠিকানা দিতে চান সে ক্ষেত্রেও আপনার বাসার লোকেশনও শেয়ার করতে পারেন। কারণটা হচ্ছে, ধরুন আপনার বাড়িতে কেউ আসতে চাইছে অথচ সে আপনার বাড়ির ঠিকানা চেনেনা ।আপনি রয়েছেন অফিসে বা অন্যান্য কোন কাজে। আপনি চাইলেও তাকে পিক করে স্টেশন থেকে আনতে পারবেন না । সে ক্ষেত্রে আপনি চাইলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে আপনি আপনার বাড়ির ঠিকানা সেই ব্যক্তির কাছে শেয়ার করতে পারেন। এতে করে আপনার বাড়ির ঠিকানাটি সে লাইভ দেখতে পাবে এবং খুব সহজে কারো সাহায্য ছাড়াই পৌঁছে যেতে পারবে। এছাড়া লোকেশন শেয়ারিং এর অনেক গুরুত্ব রয়েছে।
আরোও পড়ুন: বিকাশ থেকে লোন নেওয়ার উপায়