Nokia 6600 5G ফোনের দাম বাংলাদেশে কত

Nokia 6600 5GA

Nokia 6600 5G:আপনার অনেকেই জানেন চলতি বছরের শুরুতে নকিয়া প্রায় দশটি মডেলের স্মার্টফোন বাজারে নিয়ে আসে। এই দুর্দান্ত স্মার্টফোনগুলি বাজারে আনার ফলে স্মার্টফোনের বাজর দখলে কয়েকটি ধাপ এগিয়ে গিয়েছে নকিয়া। সবচেয়ে মজার বিষয় হলো মাইক্রোসফটের উপর নির্ভরতা কাটিয়ে অ্যান্ড্রয়েড জগতে নতুন পথচলা শুরু করেছে এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। 

মোবাইল ফোন লাঞ্চের ধারাবাহিকতা বজায় রেখে, নকিয়া আরও একটি দুর্দান্ত মোবাইল বাজারে এনেছে। Nokia-র নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে চোখ ধাঁধানো অনেক ফিচার। আমি বলছি সম্প্রতি বাজারে আনা  Nokia 6600 5G মডেলের স্মার্টফোনটির কথা।

Nokia 6600 5GA ফুল স্পেসিফিকেশন

Nokia 6600 5GA Full phone specifications
Network   Type:2G, 3G, 4G,5G
 Operating System Android 
  Version 12 
Display  Pixel Density 405 PPI 
  AMOLED 
  Aspect Ratio  20:9 
 Touch Screen Yes 
 Camera Back Camera: 64 Megapixel
  Front Camera: 16 Megapixel
Video  4K Ultra HD (2160p), Gyro-EIS 
 RAM 6 GB, 8 GB 
 ROM 128 GB, 256 GB 
 External Card Slot Yes 
  MicroSD 
   up to 512 GB
 Chipset  Qualcomm Snapdragon 8 Gen 1
 Launch Date 2023-2024 

বাংলাদেশে Nokia 6600 5GA এর দাম কতো?

নোকেয়া ৬৬০০ ৬জিএ বাংলাদেশে দাম
৬ জিবি র‌্যাম ১২৮ জিবি রোম  ১৫,০০০ হাজার টাকা 
৮ জিবি র‌্যাম ২৫৬ জিবি রোম ২২, হাজার টাকা

নোকেয়া ৬৬০০ ৬জিএ বাংলাদেশি টাকায় ৬ জিবি র‌্যাম ১২৮ জিবি রোম ১৫,০০০ হাজার টাকা এবং ৮ জিবি র‌্যাম ২৫৬ জিবি রোম ২২ হাজার টাকা হলেও এর পরিবর্তন হতে পারে। মার্কেটে লঞ্চ হওয়ার পর মার্কেটে গিয়ে এর অর্জিনাল দাম জানা যাবে।  হয়তো কিছু টাকা কম বা বেশি হতে পারে।

একনজরে Nokia 6600 5GA ফোনের স্পেসিফিকেশন

Nokia 6600 5G

কোম্পানিটি জানিয়েছে গ্রাহকরা এই দুর্দান্ত মোবাইল ফোনেটিতে Corning Gorilla Glass ৭ পোটেক্টরসহ একটি ৬.৫ ইঞ্চি সুপার AMOLED ফুল এইসডি টাচ স্ক্রিন ডিসপ্লে দেখতে পাবেন।

কোম্পানি আরও জানিয়েছে যে, এই  Nokia 6600 5G মডেলের  মোবাইলের সাথে একটি ৭,০০০mAh এর শক্তিশালী ব্যাটারি ব্যাবহার করা হয়েছে। এছাড় প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon ৮৬+5G প্রসেসর। শুধু তাই নয় এই ফোনটিতে বর্তমান সবচেয়ে আপডেট Android 13 ইউচ করা হয়েছে।  এই  দুর্দান্ত মোবাইল ফোনটি 6GB RAM+128GB স্টোরেজ Ges 8GB RAM+256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া  যাবে।

তা ছাড়াও, এই স্মার্টফোনটিতে একটি ৬৪MP প্রধান ক্যামেরা একটি ২০MP প্রশস্ত সেন্সর সেটআপ এবং একটি ২৪MP সেলফি ক্যামেরা থাকবে। এই মোবাইলটির দাম শুরুতে হতে পারে প্রায় ১৫,০০০ টাকা।

তবে এই  ফোনটি এশিয়ার বাজারে লঞ্চ হবে সে বিষয়ে স্পষ্ট কোন ধারণা দেয়নি Nokia। স্মার্টফোন বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বছরের শেষ নাগাদ গ্রাহকরা এই দুর্দান্ত মোবাইলটি পেতে পারেন।

আপনার যদি দেরি সয্য না হয় তাহলে আপনি Realme Narzo 60x 5G ফোনটি দেখতে পারেন। এই ফোনটির ফুল স্পেসিফিকেশন ও দাম জানতে ক্লিক করুন এখানে

এছাড়া আপনার যদি Nokia 6600 5GA মডেলের স্মার্টফোনটি সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকতে তাহলে আমাদের কমেন্টে করতে পারেন। ধন্যবাদ!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আইটি মেলাস সাইটের সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন