Google Pixel 8 And Pixel 8 Pro | এআই জেনারেটিভ স্মার্টফোন

Google Pixel 8 and Pixel 8 pro

২০১৬ সালে প্রথম Pixel ফোনের পর থেকে Google তার স্মার্ট ডিভাইসগুলির প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করছে৷ গত সাত বছর ধরে কোম্পানিটি মার্কেটে তাদের টপ পজিসন তৈরি করতে লড়াই করছে৷

গবেষণা সংস্থা ক্যানালিসের মতে, গত ত্রৈমাসিক, উত্তর আমেরিকায় পাঠানো সমস্ত স্মার্টফোনের বাজার  78 শতাংশ দখল করে রেখেছে অ্যাপল এবং স্যামসাং। আর গুগল মাত্র ৪ শতাংশ। তাই ক্রেতাদের আকিৃষ্ঠ করার জন্য গুগোল তাদের স্মার্টফোনগুলোকে আরো ফিচারে সমৃদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


বতমান সময় আর্টিফিসিয়াল ইন্টালিজেন্টের উপর মানষ বেশি নির্ভর হয়ে পড়ছে। তাই গুগোলও তাদের ফোন গুলোতে ai এর ব্যবহার বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি Google একজোড়া নতুন স্মার্টফোন উন্মোচন করেছে যার নাম Google Pixel 8 এই ফোনটির দাম ধরা হয়েছে - $699 মার্কিন ডলার। অন্যটির নাম Google Pixel 8 Pro যার দাম ধরা হয়েছে $999 মার্কিন ডলার।

এই ফোন দুটিতে এআইএর উপর জোর দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে জেনারেটিভ এআই এবং বড় ভাষা মডেলের উপর নির্ভর করে যা স্টার্ট-আপ।

এই ফোনটির মধ্যে এমনভাবে এয়াই সেট আপ করে দেওয়া হয়েছে যার মাধ্যমে যে কোন ছবি তোলার সময় নিখুঁত ছবি তুলতে পারে এবং যে কোন ছবি জেনারেট করতে পারে।  ধরুন আপনার পাশের কোন অবজেক্ট কি আপনার সরিয়ে ফেলার দরকার হলো সে ক্ষেত্রে এই জেনারেলিটিভ আয় খুব কাজে আসবে।  আপনি এক নিমিষেই আপনার পাশে থাকে অবজেক্টিকে জেনারেলের মাধ্যমে সরিয়ে ফেলতে বা নতুন কোন কিছু এড করতে পারবেন।  এছাড়া এই ফোনটিতে ভাষা মডেলটিকে যেভাবে উন্নত করা হয়েছে তার মাধ্যমে যে কোন লেখা নিখুঁতভাবে অনুবাদ করে পড়তে পারবে।


এছাড়া এই ফোনটি যদি আপনি আজকে কেনেন তাহলে আপনি পরবর্তী সাত বছর পর্যন্ত এই ফোনের অপারেটিং সিস্টেমে আপডেট পাবেন। যে বিষয়টি আমার অনেকটা iphone কোম্পানির মত মনে হয়েছে।  কারণ অ্যাপেল তাদের iOS অপারেটিং সিস্টেমের ফোন গুলোতে প্রায় সাত বছর পর্যন্ত আপডেট দিয়ে থাকে। Google Pixel 8  ফোনটিও বেতিক্রম নয়।


আপনি Google Pixel 8 pro মডেলের ফোনটি সম্পর্কে জেনে অনেকটাই অবাক হবেন।  কারণ এই ফোনটিতে রয়েছে একটি অসাধারণ ফিচার।  সেটি হল এই ফোনটি তাপমাত্রা মাপতে পারে।  আপনি যেকোনো জিনিসের তাপমাত্রা খুব সহজেই এই ফোনটির মাধ্যমে মেপে নিতে পারবেন।


Google Pixel 8 এআই অ্যাসিস্টেন্ট


অ্যান্ড্রয়েড ফোন গুলোতে আমরা গুগল এসিস্ট্যান্ট পেয়েছি।  তবে এবার এই এসিস্ট্যান্ট এর মধ্যে একটু ভিন্নতা রয়েছে । Google Pixel 8  ফোনগুলোতে google ai assistant আপনি দেখতে পাবেন।  এর কাজ হচ্ছে আপনি যদি কোন কিছু ভয়েস কমান্ডের মাধ্যমে গুগল এসিস্ট্যান্টকে কমেন্ট করেন সে অন্যান্য জায়গা থেকে তথ্য কালেক্ট করে তার একটি সারাংশ আপনাকে সংক্ষেপে শুনাবে।  ধরুন আপনি একটি রেসিপি সম্পর্কে জানতে চাইছেন তার জন্য আপনাকে গুগলে অনেক ঘাঁটাঘাটির পরে একটি ডিটেইল ব্লক করা লাগতো সে ক্ষেত্রে গুগল এসিস্ট্যান্ট আপনার কাজে হেল্প করবে। Google assistant সেই রেসিপিটি কে আপনাকে নিখুঁতভাবে সংক্ষেপে পড়ে শুনাবে যেটি সত্যিই অনেক চমৎকার।


ছবি তোলার জন্য সেরা Google Pixel 8


ছবি তোলার জন্য সেরা গুগল পিক্সেল এইট কেন বললাম এর একটি বিশেষ কারণ রয়েছে।  আমরা অনেকেই গ্রুপ ফটো তুলে থাকি যেখানে অনেকগুলো বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনকে নিয়ে ছবি তুলি।  এখন ধরুন গ্রুপের মধ্যে সবার রিয়াকশন কিন্তু সেম হবে না কারো কারো চোখ ঝাপসা দেখাবে বা একটু ট্যারা দেখাবে ইত্যাদি নানা রকমের সমস্যা দেখা দেবে।  এই সমস্যাগুলো  গুগুলের এই স্মার্টফোনটি খুব সুন্দর ভাবে হ্যান্ডেল করে।  এ বিষয়টি আমি আপনাকে বলে বিস্তারিত বোঝাতে পারবো না কারণ এটা আপনি ব্যবহার করার পরেই  ভালোভাবে বুঝতে পারবেন।


এছাড়াও গুগল এই ফোন দুটির মধ্যে নানা ধরনের ফিচার  ইনক্লুড করেছে।  এছাড়া আপনি যেহেতু সাত বছর পর্যন্ত সিস্টেম আপডেট পাবেন সে ক্ষেত্রে হয়তো গুগলের পরবর্তী ৭ বছর রে যত রকমের আপডেট ফিচার নিয়ে আসবে সেগুলো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। 


 আশা করছি গুগল পিক্সেল 8 ফোনটি সম্পর্কে আপনি অনেক তথ্য জানতে পেরেছেন।  এই ফোনটি সম্পর্কে আপনার মন্তব্য কি সেটা কমেন্টে জানাতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আইটি মেলাস সাইটের সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন