Vivo V29 5G ফোনের দাম কত বাংলাদেশে। দাম বিবেচনায় যেসকল ফিচার অফার করছে কম্পানিটি

Vivo Y29 5G

Table Of Content

Vivo V29 5G price in Bangladesh: বিগত বেশ কয়েক বছর ধরে স্মার্টফোন মার্কেটে বড় একটি জায়গা দখল করে আছে ভিভো । বাজেটের মধ্যে অনেকেই বেস্ট পারফরম্যান্স ফোন হিসেবে ভিভো ফোন গুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাইতো, স্মার্টফোন মার্কেটে আধিপত্য বিস্তার করতে  একের পর এক ফোন লঞ্চ করে চলেছে কোম্পানিটি। সাম্প্রতিক তারা একটি চমৎকার স্মার্টফোন লঞ্চ করেছে যার মডেল হচ্ছে Vivo V29 5G ।

আজ আমরা এই ব্লগে Vivo V29 5G ফোনটির একটি কমপ্লিট ডিটেইল রিভিউ করার চেষ্টা করব। এই ফোনটি সম্পর্কে আমার মতামত, ক্রেতাদের অভিজ্ঞতা, এছাড়া কম্পানির দাবি অনুযায়ি এই ফোনটিতে  কি কি ফিচার তারা অফার করছে , এবং বাংলাদেশে “Vivo V29 5G ফোনের দাম কত” সেই সকল বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব।


এই ফোনটি নিয়ে বিস্তারিত জানার আগে আমরা প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করব আসলে এই Vivo V29 5G ফোনটি কি কি স্পেফিকেশনসহ বাজারে লঞ্চ করা হয়েছে। তাহলে চলুন বেশি বনিতা না করে “Vivo V29 5G ফোনের বাংলা রিভিউ” শুরু করা যাক।


Vivo V29 5G স্পেসিফিকেশন

Vivo V29 5G Full phone specifications
OS  Android 13, Funtouch 13 
Chipset  Qualcomm SM7325 Snapdragon 778G 5G (6 nm) 
CPU  Octa-core (1x2.4 GHz Cortex-A78 & 3x2.2 GHz Cortex-A78 & 4x1.9 GHz Cortex-A55) 
GPU  Adreno 642L 
 Ram  8GB
 Rom 128GB 
 MAIN CAMERA Triple50 MP, f/1.9, (wide), 1/1.56", 1.0µm, PDAF, OIS , 8 MP, f/2.2, (ultrawide), 1/4", 1.12µm, 2 MP, f/2.4, (depth)
 Features Ring-LED flash, panorama, HDR 
 Video 4K@30fps, 1080p@30fps 
 SELFIE CAMERA Single50 MP, f/2.0, 22mm (wide), AF 
  HDR 
Video  1080p@30fps 
FEATURES  SensorsFingerprint (under display, optical), accelerometer, gyro, proximity, compass 
 BATTERYType i-Po 4600 mAh, non-removable 
 Charging 80W wired, 1-50% in 17 min (advertised) 

বাংলাদেশে Vivo V29 এর দাম কত


Vivo V29 5G ৮GB+১২৮GB ভেরিয়েন্টের দাম ৬০,০০০ টাকা

আরোও পড়ুন: Symphony Z60 Plus । ১২ হাজার টাকায় কেমন হবে ৬ জিবি র‌্যামের এই স্মার্টফোনটি

Vivo V29 5G ফোনের Osঅর্থাৎ অপারেটিং সিস্টেম


Vivo এই ফোনটিকে Android ১৩ অপারেটিং সিস্টেমে লঞ্চ করেছে। যেটি এখনকার অ্যান্ড্রয়াইড ফোনের সবচেয়ে আপডেট ভার্ষন। এই অপারেটিং সিস্টেমে  Funtouch OS 13 এর সাথে কাজ করে। কোম্পানি তাদের নিজেস্ব ওয়েব সাইটে জানিয়েছে এই ফোনটিতে আগামি ২ বছরের Android OS আপডেট এবং৩ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। অর্থাৎ এই ফোনটিতে  Android ১৪ এবং  Android ১৫ OS-এর আপডেট পাওয়া যেতে পারে।


Vivo V29 5G ফোনের স্ক্রীন


Vivo V29 5G ফোনটি ২০:৯ অ্যাসপেক্ট রেশিও যা ৬.৭৮ ইঞ্চি। এই ফোনটি FullHD+ ডিসপ্লে সাপোর্ট করে। Vivo V29 5G ফোনের স্ক্রীনটি  AMOLED প্যানেল দিয়ে নির্মিত যা HDR10+ এবং ১২০Hz রিফ্রেশরেট রয়েছে। 


Vivo V29 5G ফোনের প্রসেসর


Vivo V29 5G ফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 695 Octacore প্রসেসর। এই প্রসেসরটি ৬nm ফ্যাব্রিকেশনে নির্মিত। সবচেয়ে মজার বিষয় হলো এটি ২.২GHz পর্যন্ত ক্লক স্পিডে রান করতে সক্ষম। আপনারা স্পেসিফিকেশনে দেখেছেন  এই ফোনটিতে ৮GB র‌্যাম রয়েছে তবে আপনি জেনে অবাক হবেন এই ফোনে আপনি আরোও ৮জিবি ভার্চুয়াল র‍্যাম পাবেন।মানে এই ফোনে আপনি পাবেন মোট ১৬GB র‍্যাম।


Vivo V29 5G ফোনের ব্যাটারি


একটি ফোনের সবচেয়ে গুরুত্ব পূর্ণ উপাদান হচ্ছে তার ব্যাটারি। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য একটি ৫,০০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ভিসাল এই ব্যাটারিটিকে চার্জ করতে আপনি পাবেন ৪৪W ফাস্ট চার্জিং সুভিধা। যেটা সত্যি দুর্দান্ত।


Vivo V29 5G ফোনের ক্যামেরা


বর্তমানে রিলস আর ব্লগিয়ের যুগে সবাই ফোন ক্রয় করার আগে ক্যামেরার বিষয়টি মাথায় রাখে। সেই দিক বিবেচনা করে এই ফোনটিতে ভিভো ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটাপ করেছে। এই Vivo V29 5G ফোনের ক্যামেরায় OIS সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর + 2 মেগাপিক্সেল লেন্স ব্যবহার করেছে। শুধু তাই নয়,  সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি ১৬-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে।


এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত ভিভো কি এই বাজেটের মধ্যে আরো কিছু ফিচার অ্যাড করতে পারতো কমেন্টে জাানাতে পারেন। ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আইটি মেলাস সাইটের সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন