দুর্দান্ত সুযোগ, ব্যাপকভাবে কমেছে আইফোন ১৪-এর দাম। iPhone 14 update price
আইফোন ১৫ লঞ্চ হওয়ার পর থেকে ব্যাপকভাবে কমেছে আইফোন ১৪ ফোনের দাম। আইফোন ১৫ লঞ্চ হওয়ার পর দেশি-বিদেশি সব জায়গাতেই আইফোন ১৪ এর দাম কিছুটা কমতে পারে, এটা অনেকেরেই ধারনায় ছিলো। কারণ, নতুন কোন ফোন লঞ্চ করার পর পুরনো মডেলের ফোনের দাম কিছুটা কমে যায় এটা তো আমরা সবাই জানি। তবে আইফোন ১৪ এর দাম এত নিচে নেমে যাবে সেটা কেউ ভাবতেও পারেনি।
Flipkart Big Billion Days শুরু হওয়ার পর থেকে মানুষ কেনাকাটা বিস্তরভাবে শুরু করেছে। এই সময়ে ক্রেতাদের বেশি আকর্ষণ হল ৫G স্মার্টফোন। কারনটা খুবই সাভাবিক। অনেকেই একটি ফোন কেনার আগে ভবিষ্যতের কথা চিন্তা করে। এই ফোনটিতে কতদিন আপডেট আসবে এর ফিচার কি কি আছে ইত্যাদি। বর্তমানে ভারত সহ বাংলাদেশের ও কিছু কিছু জায়গায় ফাইভ-জি সুবিধা পাওয়া যাচ্ছে। আগামী দুই এক বছরের মধ্যে হয়তো বাংলাদেশেও সব জায়গায় ফাইভ-জি চালু হয়ে যাবে। তাই বর্তমানে যারা ফোন ক্রয় করছে তারা বেশিরভাগই ভবিষ্যতের কথা চিন্তা করে ফাইভ জী ফোনের দিকে ঝুকছে।
আকর্ষনীয় অফার ও বাজেটের মধ্যে ফোন কেনার ক্ষেত্রে যেহেতু অনেক অপশন আছে। তাই অনেই বিভিন্ন অফলাইন এবং অনলাইন মার্কেট ঘেটে নিজের সাধ্যের মধ্যে একটি আকর্ষণীয় ফোনের খোঁজ চালিয়ে যাচ্ছে।যেহেতু প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোনে বেশি ফিচার থাকে, তাই অনেকেই সেই হ্যান্ডসেট কেনার পরিকল্পনা করছেন। আর সেই সুযোগ দিতেই দারুণ অফার নিয়ে এসেছে ফ্লিপকার্ট।
বাজেট 5G স্মার্টফোনগুলি ছাড়াও, iPhone 14, Nothing (2), Pixel 7a-এর মতো হাই-এন্ড মোবাইলগুলিও দুর্দান্ত দামে পাওয়া যাচ্ছে এই অনলাইন মার্কেট প্লেসে৷ শুধু তাই নয় বেশি দামের ফোনগুলোতে ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে সেল অফারও পাওয়া যাবে। কিছু কিছু ছেলেররাতো ইএমইআই সুবিধা ও তাদের ফোন সেল করছেন।
বর্তমানে আইফোন ১৪ সর্বনিম্ন কত টাকায় পাওয়া যাচ্ছে
আপনি জানলে অবাক হবেন ২০২২ সালে লঞ্চ হওয়া দেড় লাখের এই আইফোন ১৪ স্মার্টফোন সিরিজটির দাম Flipkart-এ মাত্র ৫২,৯৯৯ টাকা। ২০২২-২৩ অর্থ বছরে এই প্রথম কোন অনলাইন মার্কেটে iPhone 14 বিক্রি হচ্ছে ৬০,০০০ টাকার নিচে। আর সব থেকে মজার বিষয় হলো আপনার যদি একটি পুরনো iphone থাকে তাহলে এই ফোনটি নিতে সেই পুরাতন ফোনটিকে এক্সচেঞ্জ করতে পারেন। পুরনো ফোন থেকে নতুন ফোনকে এক্সচেঞ্জ করায় আপনি পেতে পারেন প্রায় ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড়। মানে আপনি চাইলে আইফোন ১৪ ফোনটি মাত্র ১২০০০ টাকায় কিনতে পারবেন।
আপনি যদি iphone ১৪ কেনার সময় আপনার ব্যাংক কার্ড ব্যবহার করেন তহলে ১,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন।
Iphone মার্কেট নিয়ে সর্বশেষ আপডেট আপনাদের জানানোর চেষ্টা করলাম। তবে স্মার্ট ফোন কেনার আগে অবশ্যই নিজে যাচাই-বাছাই করে তারপর ক্রয় করবেন। যেহেতু এই ব্লগটি কোন স্পন্সর ব্লগ নয় তাই এই ফোনটি ক্রয় করার পরে কোন সমস্যা বা প্রতারণার শিকার হলে আইটি মেলাস ওয়েবসাইট দায়ী থাকবে না।
এই ফোন সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।