রিয়েল মি জিটি নিও৫ এসি ফোনের দাম কত। Realme GT Neo 5 SE Smartphone Full Review
বিগত বেশ কয়েক বছর ধরে রিয়েল মি স্মার্টফোন মার্কেট দখলের জন্য তাদের ফোনগুলো একের পর এক অসাধারণ সব ফিচারে সমৃদ্ধ করে বাজারে লঞ্চ করে আসছে। তারই ধারাবাহিকতায় আরও একটি স্মার্টফোন লঞ্চ করেছে রিয়েল মি। এই ফোনটির মডেলের নাম হচ্ছে Realme GT Neo5 SE। আজ আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত রিভিউ করার চেষ্টা করেছি।
আইটি মেলাস ওয়েবসাইটের এই ব্লকটি থেকে আপনারা জানতে পারবেন Realme GT Neo5 SE ফোনটি কি কি ফিচারসহ বাজারে এসেছে। এছাড়া এই Realme GT Neo5 SE ফোনটির বাংলাদেশে দাম কত, দাম অনুযায়ী Realme GT Neo5 SE ফোনটি কেমন হবে ইত্যাদি সকল বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব।
আসুন Realme GT Neo5 SE ফোনটির স্পেসিফিকেশন ও এই ফোনটির ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
প্রথমে আসুন নেটওয়ার্কিং সম্পর্কে আলোচনা করা যাক। Realme GT Neo5 SE ফোনটিতে আপনারা টুজি থ্রিজি ফোরজি এবং ফাইভ জির সাপোর্ট পাবেন। রিয়েল মি চেষ্টা করেছে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে নেটওয়ার্ক সিস্টেম টিকে আপডেট করে এই ফোনটিকে বাজারে লঞ্চ করার। তারই ধারাবাহিকতায় Realme GT Neo5 SE ফোনটিতে ফাইভ-জি সাপোর্ট ইনক্লুড করেছে রিয়েল মি। যেটি সত্যিই অসাধারণ একটি বিষয়।
বডি ডায়মোনেশন নিয়ে বলতে গেলে এই ফোনটিতে ১৬৩.৯ এক্স ৭৫.৮ এক্স মিলিমিটার বডি ডাইমেনশন লক্ষ্য করা যায়। সব থেকে মজার বিষয় হচ্ছে এই ফোনটির ওজন। এই ফোনটির ওয়েট ১৯৩ গ্রাম হওয়ায় আপনি ফোনটিকে হাতে নিলে অকটফিল হওয়ার কোন সুযোগ নেই। এছাড়া এই ফোনটিতে আপনি দুটি সিম ব্যবহার করতে পারবেন ।
ডিসপ্লে: Realme GT Neo5 SE ফোনের ডিসপ্লে টাইপ হচ্ছে OLED, 1B colors, 144Hz, 1400 nits (peak)। যার সাইজ হচ্ছে ৬.৭৪ ইঞ্চি। এই ফোনটির এক্সপেক্ট রেশিও ২০:৯ যার পিপি আইডেন্সিটি ৪৫১।
অপারেটিং সিস্টে: এই ফোনটিতে আপনি অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন android ১৩ এবং realme নিজস্ব ইউআই ৪.০। এটি এখনকার সব থেকে আপডেট অপারেটিং সিস্টেম। আর যেহেতু realme তাদের নিজস্ব ইউ আই ৪.০ ব্যবহার করেছে সেহেতু আপনার ব্যবহারের এক্সপেরিয়েন্স নিঃসন্দেহে আর্লটা লেভেলের হতে চলেছে।
চিপসেট প্রসেসর ও জিপিউ: এই ফোনের চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম SM7475-AB এর স্ন্যাপড্রাগন সেভেন প্লস জেন টু । যার লেন্থ হচ্ছে ৪ ন্যারোমিটার।
এই ফোনটিতে ওয়াকটা কোর সিপিইউ সাপোর্ট দেওয়া হয়েছে সহজভাবে বলতে গেলে Octa-core (1x2.91 GHz Cortex-X2 & 3x2.49 GHz Cortex-A710 & 4x1.8 GHz Cortex-A510) প্রসেসর ব্যবহার করা হয়েছে।
তবে দুঃখের বিষয় হচ্ছে এই Realme GT Neo5 S ফোনটিতে আপনি কোন এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন না। তবে হতাশ হওয়ার কিছু নেই এই ফোনটিতে ইন বিল্ট ওয়ান টেরাবাইট পর্যন্ত স্ট্রেস বাড়িয়ে আপনি ক্রয় করতে পারবেন। কারণ এই ফোনটিতে আপনি 256gb ১২০ জিবি ৫১২ জিবি এবং ওয়ান টেরাবাইট স্টোরেজ সহ বিভিন্ন ভেরিয়েন্ট বাজারে এসেছে।
স্টোরেজ : আমি যদি এই ফোনের কম্বিনেশনের কথা বলি সে তো আপনারা পেয়ে যাবেন, ২৫৬ জিবির সাথে ৮ জিবি র্যাম ভেরিয়েন্ট ২৫৬ জিবির সাথে ১২ জিবি র্যাম ভেরিয়েন্ট। ৫১২ জিবির সাথে ১২ জিবি র্যাম ভেরিয়েন্ট এবং ১ টেরাবাইটের সাথে ১৬ র্যাম ভেরিয়েন্ট।
ক্যামেরা: এবার আসুন ফোনটির মূল প্রসঙ্গে হ্যাঁ আমি বলছি ক্যামেরার কথা। এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে থাকছে ৬৪ মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর জেটি ২৫ মিলিমিটার হোয়াইট এঙ্গেলে ছবি তুলতে পারে। এছাড়া তার নিচের দিকে আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা হোয়াইট সেন্সর এই সেন্সরের পাশাপাশি দিকে ইনক্লুড করা হয়েছে দুই মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ। দুটি ক্যামেরা সেকশন এর মধ্যে এই তিনটি ক্যামেরা কম্বাইন্ড করা হয়েছে। যেহেতু আমরা এর ক্যামেরা টেস্ট করিনি সেহেতু ক্যামেরার কালার এখনো সম্পর্কে আমরা তেমন কোন ধারণা দিতে পারলাম না। তবে কোম্পানির দাবি প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনারা 4k ৩০ এফপিএস এবং ১০৮০পি ৩০ এফপিএসএ ভিডিও রেকর্ডিং করতে পারবেন।
বাজেট অনুযায়ী সেলফি ক্যামেরা তেও খুব একটা হতাশ হতে হয়নি আমাদের। Realme GT Neo5 SE ফোনে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগাপিক্সেল যেটি হাজার ১০৮০পি ৩০ এফপিএসএ ভিডিও রেকর্ডিং করা যায়।
ব্যাটারি: এই ফোনটির সর্বশেষ যে তথ্যটি আপনাদের দিতে চাই সেটি হচ্ছে ব্যাটারি সম্পর্কে এই ফোনটিতে আপনারা লিথিয়াম Li-Po ৫৫০০ মেগাহার্জের নন রিমুভেল ব্যাটারি পাবেন । আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই ফোনটির সাথে ১০০ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা দেয়া হয়েছে যার মাধ্যমে আপনারা এই ফোনটিকে সর্বোচ্চ ৪৫ মিনিটের মধ্যে ১০০% চার্জ করতে পারবেন।
এখন আসুন দামের বিষয়ে সবকিছু ঠিকঠাক থাকলে 'Realme GT Neo5 SE ফোনের দাম বাংলাদেশ মাত্র ৩১ হাজার ৯৯০ টাকা'র মধ্যে পাওয়া যাবে। তবে মার্কেটের অবস্থা ও ভ্যাট নির্ধারণের পর দামটা কিছুটা বেশি বা কমে বাংলাদেশের মার্কেটে পাওয়া যেতে পারে। এক্স জ্যাক দাম জানতে হলে অবশ্যই আপনাকে মার্কেট পর্যবেক্ষণ করতে হবে।
এই ফোনটির কোম্পারিসন ফোন হিসেবে যদি আমি আপনাদের কোন ফোনের কথা বলি সবার আগে নাম আসবে Vivo V29 5G ফোনের। আপনার চাইলেে এই ফনটির সম্পর্কেও জেনে নিতে পারেন আমাদের ব্লগ সাইট itmelas থেকে। Realme GT Neo5 SE ফোনের সর্বশেষ সকল আপডেট আপনাদের জানানোর চেষ্টা করেছি। আপনাদের যদি মনে হয় কোন বিষয়টি আমি মিস আউট করে গেছি তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।